শুভেন্দু অধিকারীর কাছে তৃণমূল অতীত, স্পষ্ট হলো শুভেন্দুর হোয়াটস্যাপে
শেখ আমজাদঃ তৃণমূলের প্রবীণ সংসদ সৌগত রায়কে শুভেন্দু অদিকারীর করা হোয়াটস্যাপ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রে জানা গিয়েছে,
” ‘আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি।
সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন। ফলে একসাথে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন।
মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূলের দুই প্রবীণ সংসদ সৌগত রায় ও সুদীপ বন্দোপাধ্যায়। বৈঠকের পর দলের সৌগত রায় সাংবা মাধ্যমের কাছে দাবি করেছিলেন, সব সমস্যা মিটে গিয়েছে। তৃণমূলেই থাকছেন শুভেন্দু অধিকারী। আরও জানা যায়, বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও বলেন শুভেন্দু।
কিন্তু মাত্র ১২-ঘণ্টাতেই ছন্দপতন। বুধবার দুপুরেই নিজের অবস্থান স্পষ্ট করলো শুভেন্দু অদিকারী। সূত্রে জানা গিয়েছে, সৌগত রায়কে এসএমএস-এর মাধ্যমে শুভেন্দু নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন।
শুভেন্দু অধিকারীর হোয়াটস অ্যাপ বার্তায় পালটে দিয়েছে গোটা ছবি।
Comments
Post a Comment