আবাদ ভগবানপুরে উদ্ধার নরকঙ্কাল

 


সৌমিত্র পুরকাইত, আবাদ ভগবানপুর: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত আবাদ ভগবানপুরে নদী পার্শ্ববর্তী এলাকায় নরকঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার সন্ধ্যার সময় কৃষিকাজ সেরে বাড়ি ফেরার পথে ধানখেতের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে থাকা নরকঙ্কালের দিকে নজর পড়ে বেশকিছু কৃষকের। ঘটনার খবর মূহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকার লোকজন সেখানে ভিড় করে স্বচক্ষে দৃশ্যটি দেখার জন্য। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার পুলিশ।পুরো ধানখেতে নাকা তল্লাশি চালানে হয়।তারপর নজরে আসা নরকঙ্কালগুলোকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কিভাবে ধানখেতের মধ্যে নরকঙ্কালগুলো আসল সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো