ক্যালকাটা জার্নালিস্ট'স ক্লাবের উদ্যোগে বিশ্বের নানা প্রান্তের ১৫০ জন বিশিষ্ট আলোকচিত্রীদের বাছাই করা তিনশোটি ছবি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী
গোপাল দেবনাথ : কলকাতা, ১৩, ডিসেম্বর, ২০২০। আজকের দুনিয়ায় ছবি বা আলোকচিত্র সকলেই পছন্দ করেন। মোবাইল ফোনের কল্যানে এখন সকলেই ফটোগ্রাফার। আগেকার দিনের মতো ছবি তোলার ক্ষেত্রে ঝক্কি ঝামেলা নেই বললেই চলে। মানুষের ছবি থেকে শুরু করে পশু পাখি পাহাড় পর্বত কীট পতঙ্গ একেক জন আলোকচিত্রী তাদের ছবির বিষয় বাছাই করে ছবি তুলে নিজেরা মানসিক আনন্দ পেয়ে থাকে। পরবর্তীকালে সেই ছবি প্রদর্শনীতে স্থান পায়। কলকাতার প্রাণকেন্দ্রে ৪২ বছরের পুরনো সাংবাদিকদের সংগঠন ক্যালকাটা জার্নালিস্ট'স ক্লাবের উদ্যোগে বিশ্বের নানা প্রান্তের ১৫০ জন বিশিষ্ট আলোকচিত্রীদের বাছাই করা তিনশোটি ছবি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে কলকাতার 'আই সি সি আর' এর নন্দলাল বসু ও যামিনী রায় গ্যালারিতে। বিশ্বের আটটি দেশ থেকে প্রদর্শনীর জন্য খুবই ভালো মানের ছবি এসেছে বলে জানালেন সংস্থার সভাপতি প্রান্তিক সেন। যে সকল দেশের ছবির কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় তার মধ্যে পেরু, আমেরিকা, ফ্রান্স, ইজরায়েল ও বাংলাদেশ। বাংলাদেশ থেকে ৩৬ টি ছবি এসেছে, সব চেয়ে কম ছবি এসেছে ইজরায়েল থেকে মাত্র একটি। বাংলাদেশ থেকে সব চেয়ে বেশি ছবি আসার কারণে আলাদা ভাবে বাংলাদেশ গ্যালারি করা হয়েছে। এই প্রদর্শনী শুরু হয়েছে গত ১১ই ডিসেম্বর ১৩ই ডিসেম্বর শেষ দিন। করোনা অতিমারীর কারণে খুবই সাধারণ ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রদর্শনী এই বছর চতুর্থ বর্ষে পদার্পন করলো। এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বছরের মার্চ মাসে, বিশ্বজুড়ে করোনা অতিমারীর জন্য এই ডিসেম্বর মাসেই আয়োজন করতে হলো জানালেন সংস্থার সম্পাদক রাহুল গোস্বামী। রাহুল বাবু বলেন সমস্ত ছবিগুলো নিখুঁত ভাবে বিচার করে পুরস্কারের জন্য বিবেচিত করেছেন অভিজ্ঞ বিচারকমণ্ডলী। পুরস্কার প্রাপ্ত আলোকচিত্রের জন্য আর্থিক পুরস্কার সহ স্মারক ও সার্টিফিকেট দিয়ে সম্মান জানানো হবে। বড় মাপের এই আলোকচিত্র প্রদর্শনী উত্তর পূর্ব ভারতের মধ্যে সেরা বলে আয়োজকদের দাবি।
Comments
Post a Comment