মমতাই নেত্রী, ব্যক্তির কোনো প্রভাব নেই ঝাড়গ্রামে এসে বললেন পার্থ চ্যাটার্জি

 


কার্ত্তিক গুহ,ঝাড়গ্রাম:- কেন্দ্রের আনা কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবি কে সমর্থন জানিয়ে মঙ্গলবার ঝাড়গ্রামে সমাবেশ করল ঝাড়গাম জেলা তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো,  এবং ঝারগাম জেলার সদ্য দায়িত্ব পাওয়া দেবাশীষ চৌধুরী।



এদিনের সভা মঞ্চ থেকে প্রত্যেকের গলায় বিজেপি বিরোধিতায় শোনা গেল প্রত্যেকেই নানা ভাবে আক্রমণ করলেন,ছত্রধর মাহাতোর জঙ্গলমহল থেকে বিজিপি কে  বিতাড়িত করবার জন্য জঙ্গলমহলের মহিলাদের বঠি ধরতে  নির্দেশ দিয়েছেন, এদিনের সভা মঞ্চ থেকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন সরকার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে মানুষের অসুবিধা থাকলে মানুষ সেখানে জানাবেন মানুষ সর্বদা মমতা ব্যানার্জির পাশে আছে, মানুষ  আবার ২০২১ এ মমতা ফিরিয়ে আনবেন।

 


সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চ্যাটার্জি জানান"  দল সঙ্ঘবদ্ধ আছে, ঐক্যবদ্ধ আছে, বিভিন্ন কর্মসুচির মাধ্যমে  জনসেবা করে মানুষদের সংগঠিতকরছি, তিনি একটি  প্রশ্নের উত্তরে জানান মমতা নেত্রী, ব্যক্তির  কোনো প্রভাব নেই, সংগ্রামের মাধ্যমে উঠে এসেছে তাই মমতা ব্যানাজির  সংগ্রামে প্রতি মানুষের আস্থা আছে এবং থাকবে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো