বাবুল সুপ্রিয়র মাতৃবিয়োগ



মারা গেলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল। বুধবার রাত ১০টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে মৃত্যু হয় তাঁর।


বেশ কয়েক দিন আগে করোনা ধরা পড়েছিল বাবুলের মা এবং বাবা সুনীলচন্দ্র বড়ালের। তাঁদের দু’জনেরই রিপোর্ট পজিটিভ আসে। তার পরই তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। দিন কয়েক আগেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন বাবুলের বাবা। হাসপাতালেই ভর্তি ছিলেন সুমিত্রা।


হাসপাতাল সূত্রে খবর, দিন সাতেক আগেই সুমিত্রার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।  কিন্তু শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়। চিকিৎসায় খুব একটা সাড়াও দিচ্ছিলেন না। তার পরই আজ রাতে মৃত্যু হয় সুমিত্রার।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক