ট্যাব কেনার জন্যে ছাত্রছাত্রীদের দশহাজার টাকা প্রদান রাজ্য সরকারের
চাহিদা অনুযায়ী যোগান না মেলায় রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় পড়ুয়াদের ট্যাবের পরিবর্তে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা_ব্যানার্জী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, রাজ্যে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসায় বর্তমানে যে মোট সাড়ে নয় লক্ষ ছাত্র-ছাত্রী রয়েছে তাঁদের অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য প্রথমে প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দরপত্র ডেকে দেড় লক্ষের বেশি ট্যাব না মেলায় তাঁদের ব্যাংক একাউন্টে এককালীন দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই টাকায় তাঁরা ট্যাব বা বড় স্মার্ট ফোন কিনে নিতে পারবে। আগামী তিন সপ্তাহের মধ্যে এই টাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এজন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটির গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
Comments
Post a Comment