বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার৩০টি তাজা বোমা

 


সৌমিত্র পুরকাইত, ঢোলাহাট : ঢোলাহাটে তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে।গোপনসূত্রে খবর পেয়ে,প্রচুর তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢোলাহাট থানার পুলিশ। বৃহস্পতিবার ঢোলাহাটের লক্ষীনারায়ণপুর এলাকায় শাহিদ হুসেন তিয়াদার বাড়িতে হানা দিয়ে ৩০টি তাজা বোমা এবং ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায় শাহিদ হুসেন তিয়াদা এবং একবাল তিয়াদাকে গ্রেফতার করেছে পুলিশ।দু'জনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে।শুক্রবার অভিযুক্ত দু'জনকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। গোপনে  তল্লাশি থেকে শুরু করে তদন্ত এবং পুলিশি কার্যকলাপ নিয়ে সম্পূর্ন ঘটনায় বড়সড় সাফল্য পেল সুন্দরবন পুলিশ জেলা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো