ঘাটালে রাজ্যের সন্ত্রাস বৃদ্ধির প্রতিবাদে মিছিল

 


নিজস্ব প্রতিবেদন, ঘাটালঃ ভোট যতই এগিয়ে আসছে। বাংলার রাজ্য রাজনীতি ততই উত্তাল হচ্ছে। বিরোধীদের অভিযোগ, দিনের পর দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে শতাধিক বিজেপি কর্মী খুন হয়েছে। দিনে দিনে রাজ্যে সন্ত্রাসের পরিমাণ ক্রমশই বাড়ছে। তার বিরুদ্ধে সোচ্চার হতে ভারতীয় জনতা পার্টি ঘাটাল উত্তর মন্ডলের পক্ষ থেকে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। 



মিছিল শেষে ঘাটাল এসসি এসটি ওবিসি মোর্চা সংগঠনের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা ওবিসি মোর্চার ঘাটাল জেলা সভাপতি ডক্টর অনুপ কুমার পাত্র , জেলার সাধারণ সম্পাদক সুজিত মন্ডল , ভারতীয় জনতা মজদুর মোর্চা রাজ্য সম্পাদক সম্রাট চক্রবর্তী এবং জেলা এসসি মোর্চা সাধারণ সম্পাদক অরূপ ভূঁইয়া সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা। এইদিনের এই মিছিলে বহু মানুষ সামিল হন।  

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো