Posts

Showing posts from 2022

রুবেলা ও হামের সরকারি টিকা প্রদান কর্মসূচিতে গ্রামীণ চিকিৎসকেরা

Image
  সঞ্জয় মন্ডল, বড়জোড়া :- আগামী 9ই জানুয়ারি থেকে সারা রাজ্যে শুরু হতে চলেছে হাম ও রুবেলা টিকাকরণ অভিযান।এই কর্মসূচি চলবে 11 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত।সারা দেশ জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূত্র মাধ্যমে জানা গেছে হাম ও রুবেলা সংক্রমণ থেকে রক্ষা পেতে 9 মাস বয়সী শিশু থেকে 15 বছরের কম বয়সী সমস্ত কিশোর / কিশোরী কে এই অভিযান চলাকলীন প্রতিষেধক নিতে হবে। 9মাস থেকে 15 বছর বয়সী কোনো কিশোর বা কিশোরী এই টিকা নেওয়া থাকে তাদের ও এই টিকা নিতে হবে। এই প্রতিষেধক পাওয়া যাবে সব বিদ্যালয়ে , অঞ্চল ভিত্তিক কিছু জায়গায় , অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। হাম এবং রুবেলার টিকাকরণ কর্মসূচি যাতে সম্পুর্ণ ভাবে সফল করার লক্ষ্যে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।  এদিন বড়জোড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক গোটা ব্লকের গ্রামীণ চিকিত্সক দের নিয়ে একটি মিটিং করেন। এই মিটিং এ ব্লক স্বাস্থ্য আধিকারিক নিজে হাম এবং রুবেলার মত ভয়ঙ্কর ব্যাধি নিয়ে সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি এই টিকাকরণ কর্মসূচিকে সফল করার জন্য ডাক দেন।  এদিন এই সভায় উপস্থিত  ছিলেন গ্রামীন চিকিত্সক দের সংঘটন P.R....

পৌষ উৎসবের আয়োজন শান্তিনিকেতনের ছাতিমতলায়

Image
  সুপ্রভাত ঘটক,বীরভূম:- রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের পৌষমেলা বিশ্বভারতী কতৃক এবছর ও প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না।তবে ৭ ই পৌষ কিন্তু ছাতিমতলায় পৌষ উৎসবের আয়োজন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ।এদিন বৈদিক মন্ত্র পাঠ, রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হল পৌষ উৎসবের অনুষ্ঠান।পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট কর্তৃক পৌষমেলা যে এবছর ও হচ্ছেনা তা আগে ভাগেই টের পাওয়া গিয়েছিল। পৌষমেলা না হওয়ার পাশাপাশি পৌষ উৎসব নিয়েও দেখা গিয়েছিল টালবাহানা। কারণ পৌষ উৎসবের আয়োজন হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিলেন, পড়ুয়াদের আন্দোলনের জের তথা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে থাকলে পৌষ উৎসবের আয়োজনে কোনও অসুবিধা নেই।সেই অনুযায়ী আজ ৭ পৌষ শুক্রবার,গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় বৈতালিক ও সকাল ৬ টায় শান্তিনিকেতন গৃহে সানাই। সকাল সাড়ে ৭টায় ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে ঘরোয়া ভাবে শান্তিনিকেতনে পালিত হচ্ছে পৌষ উৎসব।

আচার্য তুলসী একাডেমী অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই মুহূর্তে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে রয়েছি যে সময়ে সমগ্র বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ পদধ্বনি। আর এবার সেই পদধ্বনির সঙ্গে পা মেলালেন অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। প্রয়োজন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে ঐক্যবদ্ধভাবে অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল আয়োজন করেছিল একটি দুই দিনের ফুটবল ম্যাচ, যে ম্যাচটিতে প্রয়োজন এবং ওআইএসের শিশুদের উৎসাহপূর্ণ অংশগ্রহণ এককথায় সত্যিই চোখে পড়ার মত। উভয় তরফের এই যৌথ প্রচেষ্টার ফলস্বরূপ এক রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের পরে ১৬ ডিসেম্বর ওআইএস স্কুলের ক্রীড়াঙ্গনে শেষ হয় দুই দিনের এই ফুটবল ম্যাচ। অর্কিড দ্য ইন্টারন্যাশনাল স্কুল এবং প্রয়োজন দ্বারা আয়োজিত এই বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল ওআইএসের তৃতীয় শ্রেনির ১১জন শিক্ষার্থী এবং প্রয়োজনের তত্ত্বাবধানে থাকা ১১ জন শিশু। লিটল চ্যাম্পস এবং লিটল আইডল – এই দুই নামাঙ্কিত দলে ভাগ হয়ে শিশুরা এই খেলায় অংশগ্রহণ করেছিল।সবথেকে চমৎকার বিষয় হল, এই খেলায় ওআইএসের শিক্ষার্থীরা বা প্রয়োজনের শিশুরা কেবলমাত্র তাদের বিদ্যালয় বা সংস্থার প্রতিনিধিত্...

আচার্য তুলসী অ্যাকাডেমি অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপন

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: আচার্য তুলসী অ্যাকাডেমি অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা উদযাপন করলো বিশ্ব মৃত্তিকা দিবস। এই উদ্যোগের অঙ্গ হিসাবে স্কুল চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই আয়োজনের অন্যান্য আকর্ষণ বিন্দুগুলি হল মৃত্তিকা সংরক্ষণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য, লেখা প্ল্যাকার্ডের প্রদর্শনী ও মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে তৈরি করা একটি তথ্যচিত্রের সম্প্রচার।  স্থিত আচার্য তুলসী অ্যাকাডেমি অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা আজ সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যপ্রদ মাটি' শীর্ষক উদ্যোগ লক্ষ করেছে। স্টুডেন্ট কাউন্সিলের মেম্বারগণ স্কুল ক্যাম্পাসের মধ্যেই একটি বৃক্ষরোপণ প্রোগ্রামের আয়োজন করে যেটিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি নিরন্তর অ্যাক্টিভিটি হিসাবেই ভবিষ্যতেও চালিয়ে যেতে চায়। স্কুলের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এখানে নিয়মিতভাবে নতুন চারাগাছ রোপণের পাশাপাশি গাছেদের বিকাশ ও বৃদ্ধির অনুকূল পরিবেশ সুনিশ্চিত করা ছাড়াও ছোট-ছোট চারাগাছের বেড়ে ওঠার ব্যাপারেও ধারবাহিকভাবে নজর দেওয়া হবে বলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদ...

কার্তিক পূজোর নিরঞ্জন শোভাযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, হুগলিঃ রবিবার সন্ধ্যায় হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়ার পৌরসভার এলাকার কার্তিক পূজোর নিরঞ্জন শোভাযাত্রা।তারই প্রস্তুতি নিচ্ছেন বারোয়ারির সদস্যরা।তবে এখানেও দেখতে পাওয়া যাবে।আলোর শহর চন্দননগরের আলোক শিল্পীদের আলো সজ্জিত নিরঞ্জন শোভাযাত্রা।কি বলছেন এই শোভাযাত্রার প্রসঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার পৌর সদস্য অমিত ঘোষ।

কুচিনা হোম মেকার-এর সিএসআর শাখা, কুচিনা ফাউন্ডেশন তিন বছরে পঞ্চাশজন কৃত্তিকাকে ক্ষমতায়ন করবে

Image
  গোপাল দেবনাথ, কলকাতাঃ কুচিনা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মহিলাদের সামগ্রিক সমাধান প্রদান অব্যাহত রাখবে যাতে সাম্য দুনিয়ার জন্য তাদের মধ্যে আরও উত্থান সম্ভব হয়। তৃণমূল স্তরে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতাকে পুনর্ব্যক্ত করে, কুচিনা হোম মেকার্স প্রাইভেট লিমিটেডের সিএসআর শাখা, কুচিনা ফাউন্ডেশন বছরের ভিত্তিতে মহিলাদের মধ্যে সামাজিক উদ্যোগীদের সক্ষমতা তৈরি করার কর্মসূচি নিয়েছে। কুচিনা ফাউন্ডেশন (কেএফ) হল কলকাতা ভিত্তিক একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পালন সংস্থা যারা সারা ভারত জুড়ে নির্বাচিত মহিলা সামাজিক উদ্যোগী, যারা প্রান্তিক পটভূমি থেকে উঠে আসছে, তাদের ক্ষমতায়নের জন্য প্রচার করার কাজে নিজেদের নিযুক্ত রেখেছে। ২০১৪ সাল থেকে কুচিনা কৃত্তিকা ফেলোশিপ প্রোগ্রামের অধীনে কুচিনা ফাউন্ডেশন ডিমাপুর থেকে জয়পুর পর্যন্ত সারা ভারত জুড়ে এই ধরনের পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কুচিনা ফাউন্ডেশনের বর্তমানে কুড়িজন কৃত্তিকা ফেলো রয়েছেন, যাঁরা উৎসাহের সঙ্গে এই ধরণের সহযোগিতা পেয়েছেন এবং তাঁরা প্রত্যক্ষভাবে এক লক্ষেরও বেশি সুবিধাভোগী এবং পরোক্ষভাবে প্রায় চার লক্ষ সুবিধাভোগীদের জীবনে প্র...

বিশ্ব ডায়বেটিস দিবসে স্বাস্থ‍্য শিবির বাঘাযতীনে

Image
  সুমন্ত দাস, বাঘাযতীনঃ   বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষ্যে এক স্বাস্থ‍্য শিবিরের আয়োজন করা হয় বাঘাযতীনে । দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষের তত্বাবধানে বাঘাযতীনে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর কার্যালয়ে এক স্বাস্থ‍্য শিবিরের আয়োজন করা হয় । এইদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট  চিকিৎসক  ডাঃ সুকুমার  দাস। এদিন তিনি নিজেও তার স্বাস্থ‍্য পরীক্ষা করান এই শিবিরে। স্থানীয় প্রায় চল্লিশজন এই শিবিরে নিজেদের স্বাস্থ‍্য পরীক্ষা  করান। এই দিনের এই অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ জানান, মানুষের সুবিধার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।  আগামী দিনে যাতে কোনো মানুষদের অর্থের অভাবে ফিরে যেতে না হয় তার জন্যে সর্বক্ষণ সচেষ্ট থাকবো আমরা। এমনটাই বললেন দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এইদিনের এই  অনুষ্ঠানে এসে ডাঃ সুকুমার দাস জানান , ডায়বেটিস নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত হওয়া উচিত  নয়। নিয়ম মাফিক জীবন যাবন, অসুধ ও ব‍্যায়াম ডায়বেটিস নিয়...

গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল হাতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে প্রতিবাদ

Image
  সুমন্ত দাস,সোনারপুর: ডায়মন্ড হারবার যাদবপুর  সাংগঠনিক  জেলা তৃণমূল  যুব কংগ্রেসের উদ্যোগে রাজপুরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো। বিগত কয়েকদিন ধরে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ‍্যা্য়  তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদককে অনবরত আক্রমন করে চলেছেন। তার প্রতিবাদে ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক  জেলার তৃণমূল  যুব সভাপতি  সোমনাথ  বনিকের নেতৃত্বে  এক অভিনব প্রতিবাদ কর্মসূচি  পালিত হল  রাজপুরে। এদিন রাজপুরে সোমনাথ এর নেতৃত্বে  যুব তৃণমূলের  কর্মীরা গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল হাতে সকাল সকাল শুভেন্দু বাবুর মেদিনীপুরের বাড়ির উদ্দেশ্যে  রওনা দেন। রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক দে জানান,  শুভেন্দু বাবুর মানসিক সুস্হ‍্যতা কামনার জন‍্য এমন উদ্যোগ নিয়েছি আমরা। তিনি আরো বলেন , আমরা চাই শুভেন্দু বাবুর শুভ বুদ্ধির উদয় হোক। 

প্রকাশিত হলো ' জটার দেউল ' লোককথা ও প্রত্নতত্ব বইটি

Image
  সুমন্ত দাস, দ: ২৪ পরগনা: ডা:হা: প্রেস কর্নারে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো সুন্দরবনের বিশিষ্ঠ প্রত্নতত্ব গবেষক দেবীশংকর মিদ্দ্যার লেখা ' জটার দেউল ' লোককথা ও প্রত্নতত্ব বইটি। সুন্দরবনের আঞ্চলিক ইতিহাসের কথা আমরা জানতে পারি প্রত্নতত্ব গবেষকদের গবেষণা থেকে। কখনো আবার সেই ইতিহাসের কথা জানা যায় এলাকায় বসবাসকারী প্রবীন মানুষজনদের কাছ থেকে। এমনই রায়দীঘির মণি নদীর মোহনায় অবস্থিত 'জটার দেউল' নিয়ে লোককথা ও প্রত্নতত্ত্ব বিষকক একটি বই লিখেছেন সুন্দরবনের অন্যতম শ্রেষ্ঠ প্রত্ন গবেষক দেবীশঙ্কর মিদ্যা।  কয়েক হাজার বছরের পুরনো এই দেউলের প্রত্নতাত্ত্বিক চর্চার বিষয়বস্তুকে তিনি লিপিবদ্ধ করেছেন এই *জটার দেউল* লোককথা ও প্রত্নতত্ত্ব' বইটিতে। কয়েক হাজার বছর প্রাচীন এই দেউলের ইতিহাস, জেলার আঞ্চলিক ইতিহাসে স্থান পাওয়ার জন্য,আমরা জেলাবাসী হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি।ডায়মন্ড হারবার প্রেস কর্নারে, আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল *জটার দেউল* লোককথা ও প্রত্নতত্ত্ব ' এই বইটির। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড: সাইদুর রহমান এবং কলকাতা বিশ্বব...

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর নিবেদন শুভ বিবাহ উৎসব- ২০২২

Image
  গোপাল দেবনাথ , আগরতলা : আর মাত্র কয়েকদিন পরেই বিয়ের মরশুম অঘ্রায়ন মাস শুরু হবে। ভাদ্র আশ্বিন এবং কার্তিক টানা তিন মাস শুভ বিবাহ কার্য সম্পন্ন না হওয়ার ফলে এই মরসুমে পাত্র এবং পাত্রীর পরিবার সুন্দর এবং নানান ডিজাইনের গহনা দিয়ে বিশেষ করে পাত্রী কে সাজানোর পরিকল্পনা করে থাকেন। এখন অবশ্য পাত্র রাও নানান ধরণের গহনা পড়তে পছন্দ করেন। সেটা হীরে বা সোনা হতে পারে। এই সকল পরিবারের প্রয়োজনের কথা মাথায় রেখে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ' শুভ বিবাহ উৎসব ২০২২'- যা চলবে আগামী ৯ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। 'শুভ বিবাহ উৎসব' ভারতীয় বিবাহের এমন এক উদযাপন যা ২০০৯ সালে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সাফল্যের সঙ্গে আয়োজন করে। পরে কলকাতার কয়েকটি প্রধান হাউজিং সোসাইটি ও বিশিষ্ট ক্লাবও এই কর্মকাণ্ডে যুক্ত হয়ে হয়ে পড়ে। এরপর থেকে যত সময় গড়িয়েছে ততই এর পরিধিও বেড়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল ভারতীয় ঐতিহ্যের বর্নময় উদযাপন । এই উদযাপনে বিয়ের নাচ-গানের মাধ্যমে বিয়ের মরসুমকে যেমন স্বাগত জানানো হয় তেমনি গ্রাহক বন্ধুদের জন্য নানান অফার ও উপহারের ডালি ঘোষণা করা হয় । সাথে সোনা এ...

অভিনব কায়দায় ভাতৃ দ্বিতীয়া উৎযাপন

Image
নিজস্ব প্রতিবেদন, পঃ মেদিনীপুরঃ দীপাবলির ঠিক দু'দিন পর হয় ভাইফোঁটা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভাই বোনেদের সম্পর্ককে অটুট রাখতে ভাতৃ দ্বিতীয়া পালিত হয়। তবে নিজের পরিবারের মতো করে ভেবে সমাজের পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের সাথে উৎযাপন করলেন এই দিনটি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুস্ত পরিবারের বাচ্চা মেয়েদের মুখে হাসি ফোঁটাতে এই সকল বাচ্চাদের হাত থেকে ভাই ফোঁটা নিলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী।  মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। প্রচলিত আছে যে, সূর্য ও সংজ্ঞার সন্তান যম ও যমী বা যমুনা। যমুনা নিজের ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছিলেন, তার পর থেকে এই উৎসব পালিত হতে শুরু করে। এই শুভ দিনে সমস্ত বোনেরাই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাই দাদাদের মঙ্গল কামনা করে । তাই দাদাদের সাথে বোনেদের বন্ধন আরো অটুট করতে কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের বিজেপি কর্মীদের সাথে জ্যোতিকৃষ্ণপুর গ্রামে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের থেকে ফোটা নিয়ে মিষ্টি বিতরণ করলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। এতে খুশি এ...

দীপাবলির আমেজে মাতলো মাতাবাড়ি

Image
  বাণীব্রত দত্ত, উদয়পুর: ঐতিহ্যের শহর উদয়পুরের মাতাবাড়ি আবারও সেঁজে উঠেছে প্রবল দূর্যোগকে উপেক্ষা করে। ৫২২তম দীপাবলির উদ্ভোধনী অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বহুু ব্যক্তিত্বরা।  ত্রিপুরেশ্বরী মায়ের পূণ্য পীঠস্হানে সমাগত অগনিত দর্শনার্থীদের প্রবল উচ্ছ্বাস, আবেগ ও শ্রব্দানুরাগকে স্বাগত জানায় মাতাবাৱীও।

চিত্রাংকনের টানে এখন পর্যটকরা ছুটছেন উদয়পুর

Image
  বাণীব্রত দত্ত, উদয়পুর: চিত্রাংকনে পর্যটকদের আকৃষ্ট করছে উদয়পুরের দেবী গ্রাম। যার টানে দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন কেবল উদয়পুর এলাকায়।  ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের পর্যটনকে একধাপ এগিয়ে নিয়ে যেতে অভিনবত্বের ছোঁয়া আনছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলাতে অভিনবত্বের ছোঁয়া লাগিয়ে দেওয়াল চিত্রাঙ্কন এর মাধ্যমে আধুনিক গ্রাম তৈরি করেছে সংস্কার ভারতী।  সংস্কার ভারতী গোমতি জেলার উদ্যোগে এবং ত্রিপুরা প্রান্তের আন্তরিক সহযোগিতায় মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে ২ নং ফুলকুমারী হয়ে কল্পতরু আশ্রম স্বন্নিকটে মাত্র তিন কিলোমিটার দূরে গানথালুং এলাকায় তৈরি হচ্ছে দেবী গ্রাম। এই গ্রামের ১১৭ টি জনজাতি পরিবারের বসবাস। যার মধ্যে প্রায় ৫৩ টি মাটির দেয়ালে তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে ত্রিপুরার জনজাতিদের জীবনশৈলী এবং ত্রিপুরার রাজন্য আমলের বিভিন্ন বিষয়বস্তু। এই এলাকার জাতিরা সাধারণত নোয়াদোয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পেশায় তাঁদের কাজ কৃষি।  সংস্কার ভারতী গোমতী জেলার উ...

বাংলার ভুত এবার TV9 এ

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রমরমা দাপট ছিল তেনাদের। ব্রহ্মদত্যি, শাঁকচুন্নি বা পেতনিদের। আজ কোথায় তারা? যদিও বঙ্গজীবনে ভূত কোনো হেলাফেলার বস্তু নয়। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়-- ভূত নিয়ে মাথা ঘামিয়েছেন সব্বাই। কলকাতার হাইকোর্ট, ন্যাশানাল লাইব্রেরি বা আকাশবাণীর গার্স্টিন প্লেসের অফিস, এসব নাকি ছিল ভূতের আড্ডা। কিন্তু এই ডিজিটাইজেশান আর আকাশ-ছোঁয়া এপার্টমেন্টের নয়া,জমানায় বাঙালি কি হারিয়ে ফেলছে তার ভূতেদের? কেমন ছিল সেইসব ভূত? কেনই বা হারিয়ে যাচ্ছে তারা? নতুন প্রজন্ম কী ভাবছে ভূত নিয়ে?  সেসবেরই হদিশ দেবে _*'বাংলার ভূত।' বাঙালিয়ানা দেখা যাবে TV9 বাংলার পর্দায়। 

উত্তাল করুণাময়ী

Image
  নিজস্ব প্রতিবেদন, করুণাময়ীঃ ফের উত্তাল করুনাময়ী চত্বর। চাকরীপ্রার্থীদের সাথে নিয়ে রাস্তায় নামলেন SFI-DYFI। চাকরির দাবীতে দিনের পর দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা আন্দোলন করে চলেছে। যা ঘিরে এই মুহুর্তে তোলপাড় গোটা বাংলা।  গতকাল মধ্যরাতে টানা তিনদিন ধরে আন্দোলনরত ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেয় পুলিশ প্রশাসন। রাস্তা ফাঁকা করতে কার্যত রাতের এই নির্মম অপারেশনে সরব হন নিউটাউন থানার পুলিশ। সকালে সকলকে থানা থেকে ছাড়া হলে তাদের সাথে নিয়ে ফের প্রতিবাদে সোচ্চার SFI-DYFI। আর তাই আজ তারই প্রতিবাদ স্বরুপ মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে SFI-DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যৌথ আহ্বানে করুণাময়ী থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিলের । আর মিছিল এগোতেই আবারও শুরু হয় উত্তেজনা।  রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে কার্যত শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। SFI-DYFI এর রাজ্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন আন্দোলকারীরা।  পুলিশ বিক্ষোভকারীদ...

উত্তরপাড়া আজাদ-হিন্দ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল "কালী কথা"

Image
  সুমন্ত দাস, হুগলি : স্কারলের্ট ইন্ডিয়ার উদ্যোগে উত্তরপাড়ার আজাদ-হিন্দ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল এক শিল্প কর্মশালা। যার শিরোনাম ছিল "কালী কথা" । আর এই কালী পূজার প্রাক্কালে মা কলীকে নিয়েই আরাধনা চলে শিল্পীদের চিত্রপটে। এই কর্মশালায় মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে চিত্রচর্চা হয়। যেমন কিছু সিনিয়র এবং জুনিয়র শিল্পী মা কলীকে সরার উপর ফুটিয়ে তুললেন। আর কিছু শিল্পী কাগজের উপর তাদের নিজেদের ঢং-এ মা কালীর রুপ  ফুটিয়ে তুললেন। তাদের মধ্যে ছিলেন কৌশিক ঘোষ, পল চিরঞ্জিত, অভিজিৎ ভট্টাচার্য এবং স্নেহেন্দু পাল। এবং এই চারজন শিল্পীর আঁকা ছবিকে ব্যাকগ্রাউন্ড করে একটি মা কালীর উপর ডান্স পারফরম্যান্স হল। যেটি ছিল এক কথায় অনবদ্য। ডান্স পারফরম্যান্স করলেন দুইজন নৃত্য শিল্পী- স্মিতা সেনগুপ্ত এবং দেবশ্রী চট্টোপাধ্যায়ের এবং ভাষ্যকার হিসাবে ছিলেন সুমিতা মল্লিক।  এই দিন অতিথি হিসাবে ছিলেন- প্রখ্যাত শিল্পী সুব্রত দাস, শিল্পী অরুণেশ চৌধুরী, শিল্পী অভিজিৎ ভট্টাচার্য, ছিলেন সমাজ সেবিকা অর্পণা সিং এবং ইনোভা কালার থেকে ছিলেন চঞ্চল কুমার। যে দুই জনের অক্লান্ত পরিশ্রমে এই উদ্যোগ অর্থ্যাৎ "কলী কথা...

দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই

Image
  নিজস্ব প্রতিবেদন কলকাতা: ভোট পরবর্তী হিংসার মামলায় এবার দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। একুশের বিধানসভার ভোটের পর বিধাননগরের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় খুনের অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ তৎপর না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তাঁরা। আর প্রসেনজিৎ দাসকে খুনে মদত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। #sothikbarta  #debrajchakraborty

রাজ্যের ৩২ জন মহকুমাশাসককে চিঠি এসএসসির

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ  ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করে শিক্ষক পদে চাকরি। যেহেতু শংসাপত্র প্রদান করতে হয় মহকুমা শাসককে। এসএসসিকে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কয়েকজন চাকরি প্রার্থীদের জাতিগত শংসাপত্র তলব করে। তারই পরিপ্রেক্ষিতে শংসাপত্রের তথ্য যাচাই করতে রাজ্যের ৩২ জন মহকুমা শাসককে চিঠি দিল স্কুল সার্ভিস কমিশন।  ভুয়ো শংসাপত্র ব্যবহার করে নবম-দশম শ্রেণীতে বহু সাধারণ প্রার্থী চাকরি পেয়েছেন। তার জেরে বঞ্চিত হয়েছেন আসল জাতিগত শংসাপত্র থাকা তপশিলী জাতির যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের। আর এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হল। আর তারই ভিত্তিতে কারা কারা ভুয়ো শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন তাদের বিষয়ে তথ্য সংক্রান্ত নথি আনতে চেয়ে আদালতে তলব স্কুল সার্ভিস কমিশনকে। এর সাথে সাথে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান, বেআইনিভাবে কারা চাকরি পেয়েছেন। প্রকৃত শংসাপত্র ব্যবহার করা হয়েছে কি না, নামগুলির সঙ্গে তা যাচাই করতে হবে মহকুমাশাসকদের। 

গুজরাটে জনসভায় কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী মোদির মন্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

Image
বানীব্রত দত্তঃ পাকিস্তান মঙ্গলবার গুজরাটে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবিগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে, বলেছে যে তার 'মীমাংসাকৃত কাশ্মীর সমস্যা' মন্তব্যটি দেখায় যে এই অঞ্চলের স্থল বাস্তবতা সম্পর্কে ভারতীয় নেতৃত্ব কতটা অবহেলিত। পাকিস্তানও বলেছে যে মন্তব্যটি বিভ্রান্তিকর এবং মিথ্যা।  "জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ, যার সমাধান ১৯৪৮ সাল থেকে জাতিসংঘের আলোচ্যসূচিতে রয়েছে," পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে। "এক তরফা বিরোধের সমাধান করার বিষয়ে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার পরিবর্তে, ভারতীয় নেতৃত্বকে অবশ্যই কাশ্মীরি এবং বিশ্বের কাছে তাদের প্রতিশ্রুতি প্রদান করতে হবে এবং কাশ্মীরের জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার প্রদান করা হয়েছে তা নিশ্চিত করতে হবে," এতে বলা হয়েছে।  গুজরাটের জনসভায় প্রধানমন্ত্রী মোদির বক্তব্য একদিন আগে গুজরাটের আনন্দ জেলায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে, তিনি কাশ্মীর সমস্যা সমাধানে সফল হয়েছেন।

বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

Image
  নিজস্ব প্রতিবেদন, পাঁশকুড়া: পাঁশকুড়ার পূর্ব চিল্কার সাধুপোতা গ্রামে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় বেশ কয়েকজনের। ভেঙে পড়ে বাড়ির একাংশ, গুরুতর আহত বহু। শ্রীকান্ত ভক্তা নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরি হয়। বাড়ির সদস্য সংখ্যা ৫ জন তাঁর মধ্যে ঘটনাস্থলেই মারা যায় এক ছেলে বলে জানায় স্থানীয়রা। আহত মহিলাকে তমলুকে ভর্তি করা হয়, বাড়ির মালিক নিখোঁজ, ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ এসে তদন্ত শুরু করে। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। দীর্ঘদিন ধরে বাজি তৈরি করত নিজের বাড়িতে। এমনকি বাড়ির মধ্যে ব্যাপক পরিমানে বিভিন্ন ধরনের বাজি সহ বাজি তৈরির সরঞ্জাম ভর্তি রয়েছে। বিস্ফরনে আগুন ধরে যায় বাড়ির পাশে থাকা সাইকেল সহ বিভিন্ন সরঞ্জামে। এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ ।

অমর শিল্পী তুমি কিশোর কুমার

Image
   ‌‌ নিজস্ব প্রতিবেদন: রাজনীতির মঞ্চে তো আজকাল নায়ক গায়ক শিল্পীদের স্বচ্ছন্দ বিচরণ, এই বাঙালি শিল্পী কিন্তু কোনদিনও রাজনীতির শরণাপন্ন হননি, অন্তত সাফল্যের জন্য। বরং সাফল্যই তাঁকে তাড়া করে বেড়িয়েছে জীবনভর এমনকি জীবিত থাকার পরেও!   ইনিই ভারতের একমাত্র শিল্পী যাকে শেষ করার জন্য দেশের নেতা থেকে ক্ষমতাশীল রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছিল। একমাত্র গায়ক যিনি আজ অব্দি সরকারের থেকে কোনো সম্মান পাননি। আয়কর দপ্তরকে লেলিয়ে দেয়া হয়েছিল তাঁর পেছনে, এমনকি আকাশবাণীতে পর্য্যন্ত তাঁর গান বন্ধ করে দেওয়া হয়। নেপথ্য কন্ঠশিল্পী হিসেবে তাঁকে না নেওয়ার জন্য হুমকি দেয়া হয় সিনেমার প্রযোজক থেকে পরিচালক কে। শাসানো হয় তার গান রেকর্ড করলে নিষিদ্ধ করে দেয়া হবে মিউজিক কোম্পানিকে। তবুও নোয়ানো যায়নি ইস্পাত কঠিন মেরুদন্ডের সেই বাঙালি শিল্পী কে। কি ছিলো তাঁর অপরাধ....... ? অপরাধ ভীষণ গুরুতর। দেশের অলিখিত এক যুবরাজের দলীয় অনুষ্ঠানে বিনা পয়সায় গান গাইতে রাজি হননি তিনি। ঘাড় বেঁকিয়ে বলেছিলেন "বিনা পয়সায় শোনার জন্য আমার গান নয়!" শুধু কি তাই, আজ পর্যন্ত এমন কোন সঙ্গীত শিল্পী জন্মালো না, যিনি...

প্রকাশিত হলো হাইটেক লিথিয়াম ভেহিকল

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: দিন প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি, তাল মিলিয়ে দাম বেড়েছে সিএনজি-র ও। অন্যদিকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার ভান্ডারেও টান পড়েছে বিভিন্ন তেল আমদানিকারক দেশগুলির। এই পরিস্থিতিতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে অন্যান্য জ্বালানিতে গাড়ি চালানোর প্রযুক্তি। আর সেই প্রযুক্তির মধ্যে বিশ্বে এখন অন্যতম লিথিয়াম টেকনোলজির ইলেকট্রিক গাড়ি। লিথিয়াম টেকনোলজি এখন বিশ্ব জুড়ে এক নতুন যুগের সূচনা করেছে। আর সেই নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে, গত তিন বছর ধরে লিথিয়াম প্রযুক্তির গাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে চলেছে হাইটেক অটোমোটিভ প্রাইভেট লিমিটেড। সেই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার ফসল হাইটেক লিথিয়াম ভেহিকল এর আত্মপ্রকাশ। হাইটেক অটোমোটিভ প্রাইভেট লিমিটেড আজ আত্মপ্রকাশ করছে টু হুইলার থেকে থ্রি হুইলার এর একাধিক মডেল নিয়ে। যেখানে একদিকে যেমন বাইসাইকেল থেকে শুরু করে স্কুটি, স্কুটার, বাইকের একাধিক মডেল রয়েছে, তেমনি রয়েছে তিন চাকার যাত্রীবাহী এবং মালবাহী গাড়ির একাধিক মডেল...

কেবিসি 14-এ অমিতাভ বচ্চনের 80তম জন্মদিনের বিশেষ পর্ব

Image
  বাণীব্রত দত্ত: অমিতাভ বচ্চনের জন্মদিনে কেবিসি জয়া বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে বিশেষ পর্বের আয়োজন করে। মেগাস্টার অমিতাভ বচ্চন, যিনি বলিউডের শাহানশাহ বা বিগ-বি নামেও পরিচিত, এই বছর ৮০ বছর বয়সী। এই উপলক্ষে, KBC14 নামে পরিচিত 'কৌন বনেগা ক্রোড়পতি' সেটে তার জন্মদিন উদযাপন করা হয়েছিল। শো নির্মাতারা দুই পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে হোস্টদের অবাক করে: তাঁর স্ত্রী, প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন এবং তাঁদের ছেলে অভিষেক বচ্চন। KBC এই পর্বটি তার জন্মদিনে, অক্টোবর 11-এ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। সোনি টিভির কর্মকর্তারা শোটির প্রোমো প্রকাশ করেছেন যেখানে অমিতাভ বচ্চন মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে প্রতিযোগীদের প্রশ্ন করছেন এবং সময়ের আগেই হুটার বেজে উঠল। সে অবাক হয়ে বলে, “বাহত জলদি খতম কার দিয়া খেল কো” (খেলাটি শীঘ্রই শেষ হবে)। এর পরে, ব্যাকগ্রাউন্ড থেকে অভিষেক বচ্চনের কণ্ঠ শোনা যায়, যার মধ্যে অমিত জির বিখ্যাত সংলাপ, "কভি কাভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়," শোতে প্রবেশ করার সাথে সাথে তিনি অমিতাভ বচ্চনকে অবাক করে দেন এবং তাঁকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং অমিত জি কেঁদে ফেলেন...

প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Image
  নিজস্ব প্রতিবেদন : স্ত্রীর মৃত্যুর তিন মাসের মধ্যে মাত্র ৮২ বছর বয়সে প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গত দেড় মাস যাবত অসুস্থ অবস্থায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্য জনিত কারণেই ভুগছিলেন তিনি। তবে সম্প্রতি তার মূত্রনালীতে সংক্রমণ দেখা দেয়। তবে ধারাবাহিকভাবে চিকিৎসা সমস্ত ব্যবস্থা প্রয়োগ করা হলেও মুলায়ম সিংহ যাদবের শরীরের অবস্থা কোনোভাবেই উন্নতি হচ্ছিল না। এমনকি তিনি খেতেও পারছিলেন না। এর জেরে নলির মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছিল। তবে রবিবার তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আর সোমবার সকালে তিনি প্রয়াত হন। 

রেড রোডে পুজো কার্নিভাল

Image
  সুমন্ত দাস, রেড রোড:  জেলায় পুজোর কার্নিভাল এই প্রথম। যা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। কুল্পি শহরে রাস্তা রঙিন আল্পনায় ভরে উঠেছে। চারিদিক ঝলমল আলোকসজ্জায়,সুসজ্জিত মঞ্চ। ইউনেস্কোর স্বীকৃতির পর প্রথমবার কার্নিভাল। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপিতে এই কার্নিভালে অংশ নিয়েছিল জেলার মোট ২৪ টি দুর্গাপূজা কমিটি। শুক্রবার বিকেলে জেলার প্রথম পুজো কার্নিভাল ঘিরে উন্মাদনা। ঐতিহাসিক কুল্পিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কার্নিভাল এই প্রথম অনুষ্ঠিত হয়েছে। বিসর্জনের শোভাযাত্রার পরিবর্তে জেলায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণে আগ্রহ অনেক তুঙ্গে পুজো কমিটির।  এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা,সুন্দরবন জেলার উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,জেলা সভাধিপতি শামীমা শেখ,রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল,ডা: হা: বিধায়ক পান্নালাল হালদার,মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,কুল্পির বিধায়ক যগরঞ্জন হালদার সহ জেলার অন্যান্য সকল আধিকারিক ও বিধায়করা। মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে পূজা কার্নিভাল ২০২২। জানা গিয়েছে কুলপিতে জেলা থেকে মোট যোগ দ...

ভোজনরসিকদের মন কাড়লো গোল্ডেন টিউলিপ হোটেল

Image
  সুজিৎ চট্টরাজ / মোল্লা জসিমউদ্দিন , কলকাতা: এবার শারদীয়ায় ভূরিভোজে এই শহরের ভোজনরসিকদের মন কাড়লো সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেল। শুধু খাওয়াদাওয়ার জন্য এলাহি আয়োজন করা নয়, অতিথের প্রতি আতিথিয়েতায় মুগ্ধ হয়েছেন অনেকেই। সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকে মিনিক দুই – তিনের হাঁটাপথ। রাজ্য তন্তুজভবনের একদম সামনে। পল্লীবাংলার বাঁশবাগানের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার সমস্ত সুযোগসুবিধা যুক্ত এই হোটেলের খাওয়া দাওয়া রান্নাঘরে হেঁসেল থেকে সরাসরি অতিথিদের টেবিলে পরিবেশন করা এক অন্যমাত্রা এনে দিয়েছে।  পুজো এলেই বাঙালির ভোজন ভজনা যেন দশগুণ বেড়ে যায়। সেকথা খেয়াল রেখেই বেশ কয়েক বছর ধরে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ভুরিভোজের আয়োজন করে থাকে। পিছিয়ে নেই সল্টলেক সিটি সেন্টার সংলগ্ন গোল্ডেন টিউলিপ হোটেল কর্তৃপক্ষ। গোল্ডেন টিউলিপ হোটেলের জেনারেল ম্যানেজার সুমন্ত মাইতি জানালেন, – “দুবছর করোনায় গৃহবন্দী থাকার পর এবার পুজোয় মানুষ এখন মুক্তির স্বাদ পেয়েছে। কথিত আছে মনের সঙ্গে দেহের যেমন সম্পর্ক আছে, তেমন মনের সঙ্গে খাদ্যেরও এক বিশেষ সম্পর্ক আছে। চোব্য চোষ্য লেহ্য পেয় এই চার রসে...

পুরাতনের পুরাতনী ভাবনায় এবার বেলেঘাটা নবমিলন সংঘ

Image
  গোপাল দেবনাথ : বেলেঘাটা অঞ্চলের অন্যতম প্রাচীন দুর্গাপুজো যা প্রায় শতবর্ষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সেই সংস্থার নাম বেলেঘাটা নবমিলন। বেলেঘাটা নবমিলন তারা ৯৫ তম বর্ষে নিবেদন করলো "পুরাতনের পুরাতনী" একটি অসাধারণ ভাবনা। ভাবনার মূল কথায় ছিল  'পুরোনো শিল্প নতুন কাজ যা ছিল কাল তা আজ'।  লাল ইট ও টেরাকোটা দিয়ে সাজানো মণ্ডপের ভিতরে গেলে মনে হবে আপনি অন্য কোথাও ভ্রমণে চলে গিয়েছেন। মণ্ডপ দেখে  চোখ জুড়িয়ে যাবে। স্মৃতি হিসেবে ছবি তোলার আদর্শ জায়গা। দুর্গা মায়ের মূর্তি ও নজর কাড়বে।  শান্তিনিকেতন থেকে আসা শিল্পী সুজিৎ পাত্র সম্পূর্ণ মন্ডপটির পরিকল্পনা এবং রূপায়ণ করেছেন। সহযোগিতায় ছিলেন শুভেন্দু পাত্র। বেলেঘাটা সি এই টি রোডে বেলেঘাটা থানার আগে সি ই এস সি অফিসের পাশের রাস্তা। পাঠকরা একবার দেখে আসতে পারেন।

সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেলে পুজোর নানাবিধ পেট পুজোর অনবদ্য আয়োজন

Image
  গোপাল দেবনাথ, কলকাতা : পুজো এলে বাঙালির ভোজন ভজনা যেন দশগুণ বেড়ে যায়। সেকথা খেয়াল রেখেই বেশ কিছু বছর ধরে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ভুরিভোজের আয়োজন করে। পিছিয়ে নেই সল্টলেক সিটি সেন্টার সংলগ্ন গোল্ডেন টিউলিপ হোটেল। গোল্ডেন টিউলিপ হোটেলের জেনেরাল ম্যানেজার সুমন্ত মাইতি জানালেন, দুবছর করোনায় গৃহবন্দী থেকে মানুষ এখন মুক্তির স্বাদ পেয়েছে। মনের সঙ্গে দেহের যেমন সম্পর্ক আছে, তেমন মনের সঙ্গে খাদ্যেরও এক বিশেষ সম্পর্ক আছে। চোব্য চোষ্য লেহ্য পেয় এই চার রসের আরকে মন ভিজলেই তো চরম প্রাপ্তি। শারদীয় উৎসবে সামিল হয়ে গোল্ডেন টিউলিপ ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর আয়োজন করেছে এক ব্যাপক ভুরিভোজের আসর। হোটেলের তিন তিনটি রেস্তোরাঁয় থাকছে বিশেষ আয়োজন। তিনতলায় অ্যান্টিপাস্তিতে থাকছে সাবেকি বাঙালি খাদ্যের সঙ্গে কিছু ভারতীয় খাবারের যুগলবন্দী। মাল্টি ক্যুইজিন রেস্তোরাঁ নোয়ার এও থাকছে এলাহি আয়োজন। জালাপেনো চিজ ফ্রিটার্স, ক্রিসপি চিজি চিকেন ফিলে, পিজা পাস্তা, বেকডডিশ তো থাকছেই সঙ্গে তন্দুরি কাবাবের মেলা আয়োজন। হোটেলের ৮ তলায় খোলা আকাশের নিচে স্কাই লাউঞ্জে পাবেন নিজের পছন্দের খাবার, মকটেল ও হুক্কা ...

মানবতা ও সদিচ্ছার অঙ্গীকার হিসেবে, সীমান্তে আটক ০৬ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

Image
  নিজস্ব প্রতিবেদন, উ: ২৪ পরগণা : ২৩/২৪ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যবর্তী রাতে, ০৬ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের, বর্ডার চৌকি জিতপুর, রাংঘাট এবং মধুপুর এলাকার সজাগ জওয়ানরা আটক করে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কেউ কাজের সন্ধানে ভারতে আসছেন আবার কেউ বাংলাদেশে ফিরে আসছেন। তাদের সবাইকে সীমা অতিক্রম করার সময় বিএসএফ জওয়ানরা হেফাজতে নিয়ে যায়। মানবতা ও সদিচ্ছার ইঙ্গিত হিসেবে আটক কৃত সকল বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৬৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের বর্ডার গার্ডিং ফোর্সের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা বজায় রাখতে কিছু নিরীহ বাংলাদেশীকে নিরাপদে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।