মানবতা ও সদিচ্ছার অঙ্গীকার হিসেবে, সীমান্তে আটক ০৬ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

 

নিজস্ব প্রতিবেদন, উ: ২৪ পরগণা: ২৩/২৪ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যবর্তী রাতে, ০৬ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের, বর্ডার চৌকি জিতপুর, রাংঘাট এবং মধুপুর এলাকার সজাগ জওয়ানরা আটক করে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কেউ কাজের সন্ধানে ভারতে আসছেন আবার কেউ বাংলাদেশে ফিরে আসছেন। তাদের সবাইকে সীমা অতিক্রম করার সময় বিএসএফ জওয়ানরা হেফাজতে নিয়ে যায়।


মানবতা ও সদিচ্ছার ইঙ্গিত হিসেবে আটক কৃত সকল বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৬৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের বর্ডার গার্ডিং ফোর্সের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা বজায় রাখতে কিছু নিরীহ বাংলাদেশীকে নিরাপদে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো