আর্থিক সহায়তা স্বচ্ছতা ও সতর্কতায় বঙ্গনিধি

 


নিজস্ব প্রতিবেদন: বঙ্গনিধি অ্যাসোসিয়েশন ২০২১ সাল থেকে নিধি কোম্পানিগুলোকে ইকোনমিক স্বচ্ছতা দিতে নিরন্তর কাজ করে চলেছে । এই অ্যাসোসিয়েশন বর্তমানে পশ্চিমবঙ্গে কাজ করলেও ভবিষ্যতে পুরো ভারতবর্ষের সমস্ত নিধি কোম্পানিগুলিকে সঠিক ভাবে কাজ করতে সহযোগিতা করবে । অ্যাসোসিয়েশনটির ম্যানেজমেন্ট এবং কোর কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে । অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান  সুমন সরকার সেক্রেটারি- সন্দীপ মিত্র , জয়েন সেক্রেটারি  আনিসুল শেখ এবং ডাইরেক্টর- মারিকুল ইসলাম  বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে সতর্কতা মূলক ক্যাম্প করে চলেছে যাতে করে নিধি কোম্পানির ম্যানেজমেন্টরা "এম সি এ'এর সঠিক নিয়ম মেনে কাজ করে এবং অন্যদিকে এই সমস্ত নিধি কোম্পানির সদস্যরা যেন কোনভাবে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা । এই সমস্ত অর্থ নগ্নী কোম্পানিগুলি যেন বিপথগামী না হয়ে সঠিকভাবে কাজ করতে পারে , তার জন্য এই এসোসিয়েশন একটি ম্যানেজমেন্ট ট্রেনিং পাঠের ব্যবস্থা রেখেছে এবং অন্যদিকে জেলায় জেলায় অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তুলছে যে তারা কোন নিধি কোম্পানিগুলি সঠিকভাবে কাজ করছে তা তারা কিভাবে জানতে পারবে এবং কোন কোন অর্থ লগ্নি সংস্থায় টাকা রাখলে তাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে । অর্থাৎ নিধি কোম্পানির ম্যানেজমেন্ট গুলিকে সঠিকভাবে ট্রেনিং দিতে পারলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নতুন করে পুনরায় আর্থিক স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না যে সমস্ত নিধি কোম্পানি  "এম সি এ" এর সমস্ত গাইডলাইন মেনে কাজ করবে বঙ্গনিধি অ্যাসোসিয়েশন তাদেরকে সব সময় সব রকম ভাবে সহযোগিতা করবে অন্যদিকে যেসব নিধি কোম্পানি "এম সি এ" এর লাইসেন্স নিয়ে সঠিকভাবে কাজ করবে না তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এই এসোসিয়েশন l

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো