প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত হলেন প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা গেলেন তিনি। দিল্লির এইমস হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। টানা ১ মাস ১১ দিনের লড়াই শেষ করে চলে গেলেন জাদুকর রাজু শ্রীবাস্তব।
গত ১০ই আগস্ট জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যাথা শুরু হয় তার। তাকে সেখান থেকে জিমের প্রশিক্ষক নিজেই দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকে রাজু শ্রীবাস্তবের অবস্থার অবনতির জেরে ভেন্টিলেশনের সাপোর্টও দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। তারপর থেকে দ্রুত অভিনেতা চিকিৎসার জন্য সমস্ত রকম পদ্ধতি প্রয়োগ করেন চিকিৎসাকেরা। এমন কি করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। তবে প্রথমের দিকে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরবর্তীতে তার অবস্থা দিনে দিনে অবনতি ঘটতে থাকে। মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকে জ্বর সর্দি কাশি সংক্রমনেও ভুগছিলেন ছিলেন তিনি। শেষ হলো তার এই সমস্ত লড়াই।
কানপুরের মাটিতে জন্ম হলেও জাদুকর রাজু শ্রীবাস্তবকে চিনতেন গোটা দেশ। তবে তিনি অনেকের কাছেই বলাই কাকা নামে আজও পরিচিত। ছোটবেলা থেকেই তার ভালোলাগা ছিল মানুষকে হাসানোতে । তার এই শিল্পসত্ত্বা নিয়েই আসতে নেই প্রতিষ্ঠিত একজন প্রখ্যাত কমেডিয়ান। তার আকসিক মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে গোটা শিল্পী মহলে।



Comments
Post a Comment