নতুন সাজে নয়া দিল্লি রেল স্টেশন

 


নিজস্ব প্রতিবেদন, নয়া দিল্লীঃ ভারতের সবচেয়ে পুরনো স্টেশনগুলির মধ্যে অন্যতম নয়া দিল্লি। তবে এই স্টেশন ব্যস্ততম রেল স্টেশনও বটে। এই স্টেশনটি কেন্দ্রীয় দিল্লির কানাট প্লেসের প্রায় দুই কিলোমিটার উত্তরে অবস্থিত। আর তাকেই নতুন করে গড়ে তুলবে ভারতীয় রেল। বিশ্বের মধ্যে অত্যাধুনিক রেল স্টেশন হিসাবে পুনর্নিমাণ করার ক্ষেত্রে উদ্যোগী হলো এবার ভারতীয় রেল কতৃপক্ষ। ভারতীয় রেল দ্বারা প্রস্তাবিত সেই নকশার রেন্ডারিং টুইট করে জানিয়েছে রেল মন্ত্রক। যা একেবারে তাক লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।



এর আগে রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (RLDA) দিল্লি ক্যান্টনমেন্ট রেল স্টেশনের পুনর্নির্মাণের প্রস্তাব পরিকল্পনা পাঠানোর আমন্ত্রণ জানায়। ভারতীয় রেল জানিয়েছে, যাত্রী সুবিধার জন্য এখনও পর্যন্ত ১,২১৫টি 'আদর্শ স্টেশন' নির্মিত হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ৫ অগস্ট জানান, রেল মন্ত্রক স্টেশনগুলিকে আধুনিক এবং দৃষ্টিনন্দন করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

 


'আদর্শ স্টেশন' প্রকল্পের অধীনে প্রায় ১,২৫৩টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১,২১৫টি ইতিমধ্যেই নির্মিত হয়েছে। অবশিষ্ট স্টেশনগুলির কাজ ২০২২-২৩ সালের মধ্যেই শেষ হবে বলে মনে করা হচ্ছে।রেল স্টেশনগুলির আপগ্রেডেশন-এর জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৫২টি স্টেশন বেছে নেওয়া হয়েছে।

 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো