নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযানে বেলঘরিযা দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়

 


নিজস্ব প্রতিবেদন, বেলঘরিয়াঃ চারিদিকে রোগের প্রাদুর্ভাব তার প্রতিরোধেই এগিয়ে এল স্কুলের শিক্ষিকাবৃন্দ, ছাত্রী ও পরিচালন সমিতি। বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রীকুমার ব্যানার্জী এবং প্রধান শিক্ষিকা পম্পা বসু র উদ্যোগে আয়োজিত হলো  নির্মল বিদ্যালয় অভিযান। সরকারি আদেশ অনুসারে এক পক্ষকাল "নির্মল বিদ্যালয় অভিযান" শুরু ১৫সেপ্টেম্বর অভিযান চলবে ২৯ পর্যন্ত । ডেঙ্গু জ্বরের কারণে এই সময়ে সকলের সতর্ক করার লক্ষ্যে, জল ধরো,জল ভরো এবং প্লাস্টিক বর্জন সহ বহুবিধ প্রচার কর্মসূচি পালনের মাধ্যমে স্কুলের ছাত্রী, শিক্ষিকাবৃন্দ সহ অন্যানরা বেলঘরিয়ার দেশপ্রিয় নগর অঞ্চলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

এছাড়া এক পক্ষকাল নির্মল বিদ্যালয়ের অভিযানে স্কুলে অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ, রচনা ইত্যাদির সাথে নিজেদের নির্মল করে তোলাই একমাত্র লক্ষ্য বলে জানান বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি শ্রীকুমার ব্যানার্জী। সারা রাজ্যের সাথে আমাদের বিদ্যালয়ের মেয়েরা অনেক বেশি সচেতন গর্বের সঙ্গে জানালেন প্রধান শিক্ষিকা পম্পা বসু।

Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি