নানা ধর্মের গুরুদের কথায় সম্পন্ন হলো সর্বধর্ম মহাসম্মেলন
এদিনের অনুষ্ঠানে যোগীরাজ শক্তি কিংকর এর লেখায় 'তোমার চরণ করেছি স্মরণ' শ্যামা সংগীত টি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো। এই গানটির সুর করেছেন শ্রী কল্যাণ সেন বরাট, গানটি গেয়েছেন যোগীরাজ কন্যা বিশিষ্ট সংগীতশিল্পী শ্রীমতি ব্রততী ভট্টাচার্য, গানটির যন্ত্রসংগীত পরিচালনা করেছেন শ্রী প্রতাপ রায় (বেবী দা)। এই অনুষ্ঠান মঞ্চেই চারজন মহিলা কৃতি শিল্পী শ্রুতি নাটক পরিবেশন করেন। সর্ব ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন শ্রীমতি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, শ্রী অগ্নিভ বন্দোপাধ্যায় এবং ব্রততী ভট্টাচার্য। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়।
Comments
Post a Comment