স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন
নিজস্ব প্রতিবেদন, টিটাগড়: টিটাগড় ফ্রি ইন্ডিয়া উচ্চ বিদ্যালয়ে বিশ্বকর্মা পুজোর দিন বোমাবাজির ঘটনার প্রতিবাদে সরব প্রিয়াঙ্ক কানুনগো । এদিন স্কুল পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই রকমভাবে বোম বিস্ফোরণের জেরে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আর এই বিষয়ে নজরদারি রাখতে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো আসেন বিদ্যালয়ে। স্কুলে এসে এদিন তিনি বোমা বিস্ফোরণ মামলা খতিয়ে দেখেন । সাথে নিজেই তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এর পাশাপাশি ওনার রিপোর্টে এনআইএ তদন্তের জন্যে জিজ্ঞাসা করবেন বলেও তিনি জানান। এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রকে সাথে নিয়ে স্কুল পরিদর্শন করেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। প্রয়োজনে পরবর্তীতে ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবেন বলে জানান তিনি।
Comments
Post a Comment