খিদিরপুর, বেহালায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

 


জয় গুহ, কলকাতা: মহালয়ার দিনে রাজ্যজুড়ে ২৫৩টি পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও লম্বা তালিকা। কলকাতা ও জেলা মিলিয়ে অনেকগুলি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রতিটি জেলায় ন্যূনতম দশটি করে পুজো ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। কলকাতার কয়েকটি নাম করা পুজোরও উদ্বোধন মহালয়াতেই সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। আর এবার সোমবারে কলকাতার একডজন পুজো মণ্ডপের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খিদিরপুর, বেহালা অঞ্চলে পুজোগুলি এদিন বিকেল চারটের পর থেকে উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। খিদিরপুরে দুটি পুজোর উদ্বোধন করেন মমতা। তিনি বলেন, "এই দুটো পুজো পাশাপাশি৷ এখানে অনেক পুজো। খিদিরপুরে এত পুজো হয় আগে কেউ জানত না। এখন সবাই জানে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "এই এলাকা একেবারে ভারতবর্ষের মতো। সবাই মিলে এখানে বসবাস করি।" পুজোর থিম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এই চিন্তাভাবনা কত ভালো। যা দিয়ে দেশ, এলাকা, বদলাতে পারে। মাতৃ রূপের একটা আলাদা চেহারা এখনও। এই পুজো শ্রেষ্ঠত্ব ও কারুকার্যের দিক থেকে দারুণ। সবাই পারলে একবার আসুন। আসলে মন ভালো লাগবে।"


নবান্ন সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর ২৫ পল্লী, খিদিরপুর ৭৪ পল্লী, বেহালা নতুন দল,বরিশা ক্লাব, হরিদেবপুর অজয় সংহতি, হরিদেবপুর ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মাতা, আদি বালিগঞ্জ, ২১ পল্লী, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ও কালীঘাট মিলন সংঘের পুজোর উদ্বোধন এদিন করেন মমতা। এরপর মঙ্গলবার আরও একাধিক পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো