দ্বিতীয় দিনেও রাজ্যবাসীদের স্বার্থে কথা বললেন সুদীপ রায় বর্মন

 


ত্রিপুরা বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনেও রাজ্যের জনগণের স্বার্থ নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেসের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন । তিনি বলেন : রাজ‍্যের কয়েকটি প্রধান জ্বলন্ত বিষয়বস্তুর মধ‍্যে একটি হলো চাকুরিচ‍্যুত ১০৩২৩, আজকে আমি পবিত্র বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনে চাকুরিচ‍্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকাকে রাজ‍্য সরকারের মানবিক উদ‍্যোগের মাধ‍্যমে সুষ্ঠ সমাধান দেওয়ার জন‍্য রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী-সহ ট্রেজারি বেঞ্চের সকল সদস‍্যদের দৃষ্টি আকর্ষণ করি। চাকুরিচ‍্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার মধ‍্যে প্রায় ১৪০ জন শিক্ষক-শিক্ষিকার অকাল মৃত‍্যু হয়েছে, আমরা এদের মধ‍্যে আর কোনো শিক্ষক-শিক্ষিকাকে অকালে হারাতে চাইনা।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের