দ্বিতীয় দিনেও রাজ্যবাসীদের স্বার্থে কথা বললেন সুদীপ রায় বর্মন

 


ত্রিপুরা বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনেও রাজ্যের জনগণের স্বার্থ নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেসের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন । তিনি বলেন : রাজ‍্যের কয়েকটি প্রধান জ্বলন্ত বিষয়বস্তুর মধ‍্যে একটি হলো চাকুরিচ‍্যুত ১০৩২৩, আজকে আমি পবিত্র বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনে চাকুরিচ‍্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকাকে রাজ‍্য সরকারের মানবিক উদ‍্যোগের মাধ‍্যমে সুষ্ঠ সমাধান দেওয়ার জন‍্য রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী-সহ ট্রেজারি বেঞ্চের সকল সদস‍্যদের দৃষ্টি আকর্ষণ করি। চাকুরিচ‍্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার মধ‍্যে প্রায় ১৪০ জন শিক্ষক-শিক্ষিকার অকাল মৃত‍্যু হয়েছে, আমরা এদের মধ‍্যে আর কোনো শিক্ষক-শিক্ষিকাকে অকালে হারাতে চাইনা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো