হালিশহর পৌরসভার সামনে বিজেপি কর্মীদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদন, হালিশহরঃ হালিশহর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহানির অপসরনের দাবিতে আজ পৌরসভার সামনে বিজেপি হালিশহর পৌরসভার অন্তর্গত বীজপুর মণ্ডল ৩ এর পক্ষ থেকে এক প্রতিবাদের আয়োজন করা হয় । আর এইদিনের এই প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিৎ ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা ফাল্গুনী পাত্র এবং কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা। শুক্রবার বিকেলে হালিশহরে গঙ্গার ধারে হালিশহর পৌরসভার পৌরপ্রধান তথা চিটফান্ড কান্ডে ধৃত রাজু সাহানির প্রাসাদে তল্লাশি চালায় সিবিআই। রাজু সাহানির নিউ টাউনের ফ্ল্যাট থেকে ৮০ লক্ষ নগদ ও ২ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পত্তির হদিশ মিলেছে । সঙ্গে পাওয়া গিয়েছে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। গ্রেফতার করে রাতে রাজু সাহানিকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন সিবিআই গোয়েন্দারা। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। আর এর প্রতিবাদে সকাল থেকে পথে নেমে প্রতিবাদে সরব বিজেপি ।
হালিশহর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহানি আর্থিক চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে বিজেপি হালিশহর পৌরসভার অন্তর্গত বীজপুর মণ্ডল ৩ এর উদ্যোগে রামপ্রসাদ ঘাট থেকে হালিশহর পৌরসভা পর্যন্ত ধরনা ও বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়। আর সেই মিছিল হালিশহর পৌরসভার সামনে আসতেই পুলিশের বেড়াজালে তা আটকে দেওয়া হয়। এমনকি পৌরসভার সামনে পুলিশ গেট আটকে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েম করা হয়। জোর করে একটি ডেপুটেশন পৌরসভার দিতে যেতে চাইলে বিজেপি কর্মীদের সাথে হাতাহাতি হয় পুলিশের।
বিজেপি
হালিশহর পৌরসভার অন্তর্গত বীজপুর মণ্ডল ৩ এর আন্দোলন কারীদের ৫ জনের একটি প্রতিনিধি
দল পৌরসভার ভিতরে গিয়ে তাদের সমস্ত অভিযোগ এবং দাবি জানিয়ে একটি ডেপুটেশন জমা দেন।
হালিশহর পৌরসভার সামনে ফের রণক্ষেত্রের আকার নেয়। পুলিশের সাথে বিজেপি নেতা নেত্রীদের
হাতাহাতি হয় ।
Comments
Post a Comment