বাংলায় প্রথম অনুষ্ঠিত হলো পঞ্চমুখী শ্রদ্ধাঞ্জলী


নিজস্ব প্রতিবেদন, গড়িয়াঃ গান শুনতে কে না ভালোবাসে। তবে বাংলা হোক কিংবা হিন্দি গান। শ্রোতাদের কাছে কিশোর কুমার, লতা মাঙ্গেশকর, কুমার শানু, নির্মলা মিশ্র, সন্ধ্যা মুখোপাধ্যায় কিংবা মান্না দে এদের মত কিংবদন্তি স্বনামধন্য সংগীত শিল্পীদের গান থাকে কারো স্মরণে। আর তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন USM Musical Group এর পরিচালনায় আয়োজন করা হয় এক সান্ধ্য সঙ্গীতানুষ্ঠানের। 

রানা চৌধুরীর তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীত মহলের আয়োজনে কলকাতার গড়িয়া মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামের হলে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। 

প্রথমবার বাংলায় একই মঞ্চে একই সাথে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কে.কে., কিশোর কুমার, লতা মাঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপী লাহিড়ীকে স্মরণ করে আয়োজিত হল এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের। এইদিন এর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সুস্মিতা মুখার্জি, অমিত সান্যাল, সংগীত শিল্পী অঙ্কিতা রায়, সংগীত শিল্পী জিৎ , অভিনেতা প্যাঙা পার্থ, অভিনেতা জুনিয়র শক্তি, শিল্পী সন্ধ্যা চৌধুরী, বিশিষ্ট বাদ্যকার রাজকুমার চৌধুরী, থেকে শুরু করে জুনিয়র শাহরুখ, সুস্মিতা মুখার্জী , তথাগত। এছাড়াও উপস্থিত ছিলেন USM Musical Group এর সকল সদস্যরা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো