টিটাগরে স্কুলে বোমা বিস্ফোরণের প্রতিবাদে ডেপুটেশন বামেদের

 


বলোরাম বোস, ব্যারাকপুর: গত পরশুদিন স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই টিটাগর সাউথ স্টেশন রোডের পাশে অবস্থিত এক উর্দু মাধ্যম স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ ঘটে। টিটাগর ফ্রি ইন্ডিয়া উচ্চ বিদ্যালয়ে এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনায় অবাক এবং আতঙ্কিত স্কুলের ছাত্র ছাত্রীরা আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় আতঙ্ক ছড়ায় এবং ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষা সহকর্মীদের মধ্যেও । শিক্ষা প্রতিষ্ঠানের ছাদের উপরে এইভাবে বোম মারার ঘটনা পরিপ্রেক্ষিতে এদিন বিটি রোড ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির পক্ষ থেকে টিটাগর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে বিটি রোড ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির পাঁচজনের প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দেয় টিটাগর থানায়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির সম্পাদক শুভব্রত চক্রবর্তী , বাংলা কমিটির সভাপতি সুরজিৎ দেব, সুব্রত ব্যানার্জি দীপ্ত কণা মহন্ত এবং অমরজিৎ রাম ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো