বক্স অফিস কালেকশনে 'সূর্যবংশী'কে কি টেক্কা দিতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?



বানীব্রত দত্ত: প্রসঙ্গত, জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে সুহানা খানের। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আরও দুই স্টার কিডকে। একজন শ্রীদেবী ও বনি কপূরের ছোট মেয়ে খুশি কপূর। অন্যজন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য। এছাড়া মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না ও যুবরাজ মেন্ডা রয়েছেন ছবিতে। 'আর্চি কমিক্স'-এর ভারতীয় সংস্করণ হিসেবে তৈরি হবে এই ছবি। ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে। এর আগে সোশ্যাল মিডিয়ায় 'দ্য আর্চিস' ছবির টিজার শেয়ার করে নিয়েছিলেন গৌরী। লিখেছিলেন, 'শুভেচ্ছা। টিম 'দ্য আর্চিস' কে অনেক অনেক শুভেচ্ছা।' এর আগে বলিউড বাদশা শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য আর্চিস' ছবির টিজার এবং পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন বেশ কিছু কথা। মেয়ের প্রশংসা করার পাশাপাশি তাঁকে অভিনেতা হিসেবে অনেক বেশি দয়ালু হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন কিং খান।



কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'দ্য আর্চিস' ছবির টিজার। বেশ প্রশংসিতও হয়েছে। বিশেষত সিনেমার কাস্টিং নজর কেড়েছে। তবে নেপোটিজমের বিতর্কও ফের উস্কে দিয়েছে এই ছবি। সম্প্রতি সিনেমার সেট থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে সুহানার দাদা আরিয়ান খানকেও (Aryan Khan) দেখা গেছে। তামিলনাড়ুর উটি হিল স্টেশনে ছবির শ্যুটিং চলছে। সুহানা খানের ফ্যান ক্লাবের থেকে একাধিক ছবি পোস্ট করা হয়েছে। একটি বাচ্চা মেয়ের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁদের।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো