দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন?
বানীব্রত দত্ত: দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন?এবার দেখা পাওয়া গেল সুহানার 'হামসকল'-এর। হুবহু এক দেখতে। ছবি দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা।
বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালক জোয়া আখতারের ছবি দিয়ে ডেবিও হতে চলেছে তাঁর। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের আগেই সুহানা খানের জনপ্রিয়তা নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় বহু ফলোয়ার্স রয়েছে তাঁর। এবার দেখা পাওয়া গেল সুহানার 'হামসকল'-এর। হুবহু এক দেখতে। ছবি দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা।
বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন গৌরী খান, সুহানা খান, মাহিপ কপূর, সনয়া কপূর এবং তাঁদের বন্ধুরা। সেখানেই সুহানার সঙ্গে দেখা হয়ে গেল তাঁর 'হামসকল' বরিহার সঙ্গে। জানা গিয়েছে শাহরুখ কন্যার মতো দেখতে বরিহা আসলে পাকিস্তানের বাসিন্দা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বরিহা সুহানার সঙ্গে ছবি পোস্ট করেছেন। দুজনকে পাশাপাশি দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। এ তো পুরো যেন এক!
Comments
Post a Comment