পঞ্চায়েতে দুর্নীতি খুঁজতে তৎপর নবান্ন

 

নিজস্ব প্রতিবেদন, নবান্নঃ সামনেই পঞ্চায়েত ভোট। আর কোনো রকম ভুল করতে দেবেন না দলের কর্মীদের। তাই এবার অভিযুক্তদের জন্যে রাজ্য সরকারের নির্দেশে তৎপর হলো নবান্ন। দুর্নীতি খুঁজতে তৈরি হচ্ছে ৫ টি অডিট টিম। প্রতিটি দলে থাকবেন একজন করে অডিটর, একজন ইঞ্জিনিয়ার, আর একজন থাকবেন WBCS অফিসার। এমনকি একটি পোর্টাল করা হচ্ছে যেখানে পঞ্চায়েতে দুর্নীতি থেকে শুরু করে সমস্যার কোথা জানানো যাবে সরাসরি। অভিযোগকারীদের নাম গোপন রেখে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে পরবর্তীতে। এর পাশাপাশি থাকছে একটি কন্ট্রোল রুমও। এই সম্পূর্ন ত্রিফলা প্রক্রিয়াটি নিয়ে আসছে নবান্ন।

 


একদিকে একের পর এক দুর্নীতিতে নাম জড়াচ্ছে বাংলার শাসকদলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের। দলের ভাবমুর্তি বাংলার মানুষের কাছে ক্ষুণ হচ্ছে তার জেরে। আর তাই কোন রকম দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দিতে চান না রাজ্য সরকার তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার নবান্নকে তৎপর হওয়ার নির্দেশ রাজ্যের। কেন্দ্রের তরফে রাজ্যের জন্য যে টাকা বরাদ্দ হয় তা ঠিকমতো কাজে লাগানো না হলে বিভিন্ন গ্রামনোন্নয়ন প্রকল্পের টাকা আর দেওয়া হবে না কেন্দ্রের তরফে। তারপর থেকেই পঞ্চায়েতের দুর্নীতি খুঁজতে নবান্নের তৎপরতা বাড়তে শুরু করে।  

 


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো