অভিনেত্রী শ্রীমার পুজোর নতুন কালেকশন The Nud এর পেজে




নিজস্ব প্রতিবেদন ,কলকাতা: বাংলা  ধারাবাহিকের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য পুজো কালেকশন নিয়ে নিয়ে এলেন অনলাইনে কেনাকাটার একটি মাধ্যম। The Nud Official নামে একটি পেজে ইতিমধ্যেই বেশ কিছু নতুন নতুন পোশাকের কালেকশন নিয়ে পুজোয় আসছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের কালেকশন। যেখানে কেবলমাত্র মহিলাদের জন্য থাকছে নানা রকম Bold Fashion এর পোশাক। নিজের সাধ্যের মধ্যে কেনাকাটার জন্য  The Nud নিয়ে এসেছে এ বছরের পুজো কালেকশন। 

Nud fashion এ থাকছে Comfortable febric, in fashion, fast fashion, eco friendly কাপড় ব্যবহৃত পোশাক। নতুন নতুন পোশাকের ডিজাইন থাকছে The Nud এ। 

বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ব্যস্ততার মাঝে অনলাইনেই শপিং করে থাকেন। Comfortable এবং স্টাইলিশ ECO friendly পোশাকের সম্ভার থাকছে The Nud এর ঝুলিতে। অতি শীঘ্রই আসছে ওয়েবসাইটও। 



বাংলা সিরিয়ালের অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই মডেলিং পেশার সঙ্গে যুক্ত। নায়ক নায়িকাদের পোশাক থেকে শুরু করে সাজগোজ কিংবা তারা যে ধরনের ফ্যাশন ফলো করেন সেই বিষয়ে তাদের ফ্যানেদের আগ্রহ তাকে অনেক। অধিকাংশ ফ্যানেরাই তাদের আইডল হিসেবে তাদের পছন্দের নায়ক নায়িকাদের ফ্যাশনকেই অনুধাবন করে চলে। তাই এবার নিজের ফ্যানেদের কথা রাখতে পুজো কালেকশন নিয়ে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য তার ফ্যাশন প্রকাশ করল The Nud এর official পেজে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো