প্রকাশিত হলো বীরভুমের মাইয়া গানের অ্যালবাম

 

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গোৎসব। আর পুজোতে ঘিরে থাকে সারা বছর জুড়ে হাজার প্ল্যান। পুজোর কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় তারই প্রস্তুতি। আর পুজোতে এবার সিনহা পরিবার নিয়ে এলো একেবারে ভিন্ন স্বাদের এক লোকগীতি। এবার পুজোয় আসছে BKS Film Production PVT LTD নিবেদিত নতুন গান বীরভূমের মাইয়া। 

এদিন কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো বিপ্লব কুমার সিনহা এবং হিয়া চক্রবর্তী অভিনীত নতুন বাংলা গান বীরভূমের মাইয়া । জিষ্ণু এবং নীলাঞ্জনার যৌথ কণ্ঠে গানটি । গানটি জুড়ে রয়েছে বীরভূমের লাল মাটির কথা। রয়েছে সোনাঝুড়ির ইতিবৃত্ত। ধামসা মাদল এর বোলে যেন একেবারে বীরভূমের মেঠো পথের আঁকেবাঁকের ছবি স্পষ্ট। সবটাই রয়েছে শাহীদ আহমেদ সিরাজী পরিচালিত বীরভূমের মাইয়া গানটি জুড়ে। 

এদিন কলকাতায় আনুষ্ঠানিক ভাবে এই গানটি প্রকাশিত হয়। কেক কেটে উৎযাপন করেন গানটির নায়ক বিপ্লব কুমার সিনহা এবং নায়িকা হিয়া চক্রবর্তী। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক তথা প্রযোজক সমিধ মুখার্জি, এই গানের DOP মনজিত রায়, সংগীত শিল্পী জিষ্ণু , নীলাঞ্জনা। এছাড়াও উপস্থিত ছিলেন Arin Music Bangla এবং BKS Film Production PVT LTD এর সকল সদস্যরা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো