শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে আসছে শারদীয়ার স্বর্ণ সম্ভার
গোপাল দেবনাথ , কলকাতা: আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসবের শুভ সূচনা হবে। আকাশে বাতাসে শিউলি ফুলের সাথে সাথে পুজোর গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেছে। এই করোনা কালীন সময়েও সাধারণ মানুষের মধ্যে বাঁধ ভাঙা খুশির আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। পুজোর জন্য জামা কাপড় সহ অন্যান্য সামগ্রীর সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে নামমাত্র খরচ করেও কিছু সোনার গহনা কিনে পরিবারের মুখে হাসি ফোঁটাতে পছন্দ করেন। এই সকল মানুষের কথা ভেবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আগামী ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর ২০২১ আয়োজন করেছে ১৯ তম শারদীয়া 'স্বর্ণ সম্ভার ২০২১',ভীষণ ভাবে প্রতীক্ষিত এক গয়নার প্রদর্শনী। এ বছরের সেরা চমক পনেরো শতকের 'চক্রকমা' দেবী দুর্গার এক ট্রাইবাল প্রতিমূর্তি যা ত্রিপুরার দেবতামুরায় পাহাড়ের খাড়া পাথরের উপর খোঁদাই করা আছে; এবং বিগত যুগের অসাধারণ এই কুড়ি ফুটের ভাস্কর্যই "শক্তিরূপিণী কালেকশন" এর মূল আধার। হাতে তৈরি এই "শক্তিরূপিণী" গয়নার কালেকশনের মূল ভাবনায় আছে মা দুর্গার শক্তি যা সোনায় প্রকাশ পেয়েছে। এই বিশেষ কালেকশনের মধ্যে রয়েছে অন্যান্য হাতে তৈরি ডিজাইনের সোনা, হী...