শিক্ষক দিবস পালন পূর্ব বর্ধমান জেলার মেমারিতে
কল্যাণ দত্ত ,পূর্ব বর্ধমান: মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষ্যে শিক্ষক দিবস পালন করা হয় ১০ নং ওয়ার্ড সেমিনার কক্ষে। সূচনা করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন প্রাক্তন সহ প্রশাসক তথা জেলা সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, প্রাক্তন কাউন্সিলর রত্না দাস, আইএনটিটিইউসি নেতা আশিষ রায়, ছাত্র নেতা মুকেশ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব ও অবসরপ্রাপ্ত এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এদিন বিধায়ক প্রাক্তন রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর সংক্ষিপ্ত বক্তব্য ও শিক্ষক মহাশয়দের যথাযোগ্য মর্যাদা সহকারে সম্বর্ধিত করেন। এদিন বিধায়ক তথা মাস্টারমশাই মধুসূদন ভট্টাচার্য্যকেও সম্বর্ধনা দিয়ে সকল শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা দেওয়া হয়।
Comments
Post a Comment