সমাজসেবার উজ্জ্বলমুখ গার্ডেনরিচ বদরতলার তরুণ সংঘ
সমীরণ দাস, কলকাতা: কলকাতার বুকে যে কটি ক্লাব বা সংঘটন সমাজ সেবায় অগ্রণী তাদের মধ্যে উজ্জ্বল নাম গার্ডেনরিচ বদরতলার তরুণ সংঘ। গত রবিবার গার্ডেনরিচ বদরতলার তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো মহিলা ও শিশুদের জন্য এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ। এই স্বাস্থ্য শিবিরে হাত বাড়িয়ে দিয়েছিলেন রোটারী ক্লাব অফ গার্ডেনরিচ এবং ইনার হুইল ক্লাব গার্ডেনরিচ। এই শিবিরে মোট ছয় জন মহিলা রোগ , শিশু রোগ এবং অস্তি রোগ বিসেষজ্ঞ উপস্তিত ছিলেন। উপস্তিত প্রায় ১০০জন মায়েদের হাতে তুলে দেওয়া হয় পুষ্টিকর খাদ্যসামগ্রী এবং শিশুদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার জন্য খাতা,পেন সহ শিক্ষা সামগ্রী।
Comments
Post a Comment