আগামীকাল বদল হচ্ছে আবহাওয়া? ধেয়ে আসছে নিন্মচাপ
সৃঞ্চিন পোদ্দার, কলকাতাঃ উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। তার জেরে আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া সূত্রের খবর, আগামী সোমবার এবং মঙ্গলবার কলকা্তা সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে হাল্কা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘন্টা কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকায় বাতাসে আদ্রতার জন্যে শহরবাসীকে আরো অস্বস্তিতে পড়তে হবে।
নিন্মচাপের প্রভাবে দুই ২৪ পরগণা সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ পার্স্ববর্তী একাধিক জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার শ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়।
Comments
Post a Comment