আসছে গুলাব
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা এখনও প্রবল নিন্মচাপের জেরে টানা বর্ষণের ফলে জলমগ্ন। এখনও বন্যায় ঘর হারা বহু পরিবার। এক বুক জল নিয়ে জীবন কাটছে মেদিনীপুর বাসীদের। তার রেষ কাটতে না কাটতেই আবারও প্রবল নিন্মচাপের জেরে ধেয়ে আসছে "গুলাব" নামে সাইক্লোন।
গুলাবের এখন অবস্থান কোথায়?
আবহবিদদের অনুমান অনুযায়ী, ঘুর্ণিঝড় "গুলাব" এখন রয়েছে ওড়িশার গোপালপুর থেকে ৩৭০ কিলোমিটার দূরে এবং কলিঙ্গপত্তনম থেকে ৪৪০ কিলোমিটার দূরে। আজ সন্ধ্যায় গোপালপুর এবং অন্ধ্র উপকুল কলিঙ্গপত্তনমে আছড়ে পড়তে পারে "গুলাব"। তার জেরে আগাম হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে দুই মেদিনীপুরে।
গুলাব কত গতি বেগে আসছে?
আইএমডি-র তরফে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কায় কমলা সর্তকতা জারি করা হয়েছে পুরি, নয়াগড়, কালাহান্ডি - এই সমস্ত জেলাগুলিতে। হলুদ সর্তকতা জারি রয়েছে ভদ্রক, কেন্দ্রপাড়া, বালাসোর, কটক, সোনপুর, নোয়াপাড়া এলাকায়। এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে। আইএমডির অনুমান অনুযায়ী, আজ সন্ধ্যেয় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বইতে পারে। পুরী, কেন্দ্রপাড়া, কোরাপুট অঞ্চলে ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।
বাংলায় "গুলাব" এর প্রভাব কতটা থাকবে?
আলিপুর আবহাওয়া সুত্রে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে "গুলাব" মোকাবিলায় বৈঠক। এনডিআরএফ এর পক্ষ থেকে ২২টি টিম মোতায়েম করা হয়েছে। বাংলা, ওড়িশা, অন্ধ্র তিন রাজ্যেরই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করা হয়েছে। তবে এই রাজ্যে তেমন প্রভাব না ফেললেও আজ থেকে নিন্মচাপের জেরে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে থাকবে এর প্রভাব।
Subscribe to our YouTube channel here: https://youtube.com/c/sothikBarta
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment