উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের

সৃঞ্চিনী পোদ্দার, কলকাতাঃ রাজ্যের আবারও উপনির্বাচন। রাজ্যের ৩টি কেন্দ্রে উপনির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। এর আগেও বহুবার রাজ্যের নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এবার রাজ্যের উপনির্বাচনের বিষয়ে বিশেষত ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের প্রসঙ্গ তুলে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

পূজোর আগে কেবল তিনটি নয়। বাকি ৪টি কেন্দ্রেরও ভোট সম্পন্ন করার কথা জানান তিনি। এমনিতেই করোনাকাল। তাঁর উপর এখনও রাজ্য জুড়ে জারি রয়েছে করোনা সংক্রমণ  রুখতে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম নিধি। তাঁর মাঝে ভবানীপুর সহ মোট ৩টি কেন্দ্রের উপনির্বাচনের কথা ঘোষণা করলো নির্বাচন কমিশন। এতে স্বভাবতই আপত্তি জানিয়েছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। ৫ই নভেম্বরের আগে যেন রাজ্যের সাতটি কেন্দ্রের ভোট সম্পন্ন করানো হয়।

২০২১ এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সাথে লড়াইয়ে হেরে গিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য়মন্ত্রী হওয়ায় তাঁকে মাসের মধ্যে জিতে আসতেই হবে। সেই মাস শেষ হচ্ছে নভেম্বর। তাই সেই সময়ের আগেই ভোট চেয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে তৃণমূল। কিন্তু বঙ্গ বিজেপি নেতারা বারবারই বলেছেন, এখন ভোট চান না তাঁরা। এই করোনা পরিস্থিতিতে বিধি নির্দেশ মেনে উপনির্বাচনের জন্যে হবে ভোট প্রচার। জানিয়েছেন নির্বাচন কমিশন।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো