মাহের স্বেচ্ছাসেবী সংস্থার বাংলার বুকে প্রথম হোম " মায়ের আঁচল"
সমীরণ দাস, কলকাতা: গত শনিবার এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মাহের স্বেচ্ছাসেবী সংস্থার বাংলার বুকে প্রথম হোম " মায়ের আঁচলের" আনুষ্ঠানিক উদ্বোধন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহের সংস্থার কর্নধার সিস্টার লুসি কুরিয়ান এবং হিন্দু, মুসলিম ও খ্রীষ্টিয়ান ধর্ম গুরুরা। এছাড়াও উপস্তিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা ব্যাক্তিরা। মূলত সমাজের নিরাশ্রয় এবং অবহেলিত মহিলাদের সুরক্ষার জন্য নির্মিত হলো হোম। অবহেলিত মহিলাদের পাশে দাঁড়িয়ে স্বাবলম্বী করে তোলার জন্য মাহেরের এই উদ্যোগ শুরু হলো দক্ষিণ ২৪পরগনার মহেশতলার জগন্নাথপুর অঞ্চলে।
Comments
Post a Comment