রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা, ফলাফল ঘোষণা অক্টোবরে


সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা:
ভবানীপুর কেন্দ্র সহ তিনটি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।৩০শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে হবে বিধানসভা ভোটের উপনির্বাচন। ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের পাশাপাশি রায়গঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে বিধানসভা ভোটের উপনির্বাচন হবে ৩০শে সেপ্টেম্বর। ভোটের ফলাফল ঘোষণা হবে ৩রা অক্টোবর । 

২০২১ এর বিধানসভা নির্বাচনে নির্বাচন প্রক্রিয়া বাকি ছিল দুটি কেন্দ্রে এবং উপ নির্বাচন হওয়ার কথা ছিল ৩ টি কেন্দ্রে । তারমধ্যে আজ ভবানীপুর কেন্দ্রসহ সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের উপনির্বাচনের কথা ঘোষণা করলেন নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বুধবার জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের বাকি পাঁচটি কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া পুজোর আগে সম্পন্ন করার কথা বলেছেন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা। বাকি দুই কেন্দ্রে যাতে পুজোর আগে নির্বাচন সম্পন্ন হয় সেজন্য নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। 


১৩ই সেপ্টেম্বর এই তিনটি কেন্দ্রের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৬ই সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের। আপাতত তিনটি কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন পুজোর আগেই সম্পন্ন হবে উপ নির্বাচন প্রক্রিয়া এবং ভোটের ফলাফল ঘোষণা প্রক্রিয়া।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো