আসছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ মহারাজকে নিয়ে এবার বায়োপিক তৈরি হচ্ছে। লাভ ফিল্মসের প্রয়োজনায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা গুজব। শচীন তেন্দুলকার, মহেন্দ্র সিং ধোনি এর মতো বিশিষ্ট খেলোয়ারদের নিয়ে বায়োপিক তৈরি হয়েছে ইতিমধ্যে। এবার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক তোইরি হচ্ছে। তবে পর্দায় সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনেতা রণবীর কাপুর কিংবা ঋত্বিক রোশন কাকে দেখা যাবে সেই নিয়ে তার অনুগামীদের মধ্যে উন্মাদনা যথেষ্ট।


নিজের সম্প্রতি বায়োপিকের কথা ট্যুইট করে জানিয়েছেন মহারাজা সৌরভ গাঙ্গুলী। ট্যুইটে তিনি বলেছেন, “ক্রিকেট আমার জীবন, মাথা উঁচু করে এগিয়ে যেতে সাহায্য করেছে । সেই সফর নিয়ে এবার ছবি বানাচ্ছে লাভ ফিল্মস। আমার জীবন দেখানো হবে বড়ো স্ক্রিনে। তাতে আমি উচ্ছাসিত।“


সাধারণত তারকা কি করেন সারাদিন, তাদের পছন্দ বা অপছন্দ সম্পর্কে জানা,তারকাদের জীবনের নানা কাহিনী সম্পর্কে কৌতুহল থাকে যথেষ্টই। তাই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর অনুগামীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে এবার তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। কবে থেকে শ্যুটিং শুরু হচ্ছে কিংবা। কোথায় কোথায় শ্যুটিং হবে সেই সমস্ত বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি। 

এর আগে ধর্মা প্রোডাকশন অনেকবার সৌরভের সাথে তার বায়োপিক বানানো নিয়ে আলোচনা করলেও তিনি রাজি হয়নি। অবশেষে লাভ রঞ্জনের পরিচালনায় বড়ো পর্দায় আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এই খবর প্রকাশিত হতেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর অনুগামীদের মধ্যে উচ্ছাস দেখা যাচ্ছে ব্যাপকভাবে। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো