কোল লাকো বাদরার ১০২ তম জন্মদিবস উদযাপন

সেখ মহন্মদ ইমরান, মেদিনীপুরঃ আদিম কোল উপজাতি হো ভাষার লিপির আবিষ্কারক কোল লাকো বাদরার ১০২ তম জন্মদিবস উদযাপন উদযাপিত হলো জাকজমক পূর্ণ ভাবে । রবিবার মেদিনীপুরের ডেবরা ব্লকের গোলগ্রাম হাইস্কুল অডিটোরিয়ামে কোল লাকো বাদরার পটের চিত্রে পুজো করে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মানস  সিং পূর্তি । 

এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া, এম. পি গীতা কোড়া, পশ্চিমবঙ্গ সরকারের সি. আর.আই এর প্রাক্তন অধিকর্তা ডঃ প্রসেনজিতদেব বর্মন, লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির গবেষক দীপঙ্কর ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিরসা তীরকে, আদিম জনজাতিদের গবেষক ডঃ শান্তনু পাণ্ডা, কোল/হো সমাজ হায়াম সানগম সোসাইটির রাজ্য সম্পাদক  বীরেন তুবিদ ও সভাপতি কার্তিক বাঅঁদা, সমাজ কর্মী ঝর্না আচার্য ,পশিচ্ম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দিপালী সিং গাগরাই প্রমুখ।

হো ভাষায় লেখা কার্তিক বাঅঁদার নামে একটি সাংস্কৃতিক বই অনুষ্ঠানিক প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া। তাঁর বক্তব্যে উঠে আসে কোল সমাজের পিছিয়ে পড়া মানুষের বঞ্চনার কথা। 

শারদ উৎসবকে সামনে রেখে সোসাইটির পক্ষ থেকে মহিলাদের নতুন শাড়ি দেওয়া হয়। উড়িষ্যা থেকে আগত হো ভাষার প্রচারক মূল বক্তা ব্রহ্মচারী ববি পঙ্কজ শিরকা হো সাহিত্য, সংস্কৃতি ভাষা  যাতে হারিয়ে না যায় সেই জন্য তিনি বক্তব্য রাখেন। 


সোসাইটির সম্পাদক মানস  সিং পূর্তি বলেন, কোল তথা হো ভাষা যাতে হারিয়ে না যায় এবং সরকারি তপসিলি জাতিভুক্ত করা যায় তার জন্য আমাদের এই প্রচেষ্টা। এছাড়াও কোল তথা হো উপজাতির গৃহস্থালীতে ব্যবহার হতো এই রকম বহু জিনিসপত্র সোসাইটির পক্ষ থেকে সংগ্রহ করে এই দিন মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের  কালচারাল রিসাচ ইন্সটিটিউট এর প্রাক্তন ডিরেক্টর ড. প্রসেনজিত দেব বর্মন হাতে তুলে দেওয়া হয়। 

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক