বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘের দুর্গোৎসবের সূচনা খুঁটি পূজার মাধ্যমে
সমীরণ দাস, কলকাতা: বাংলার সেরা উৎসব "দুর্গোৎসব" । বর্তমানে এই পূজা উৎসব শুধুমাত্র মহালয়া থেকে দশমী নয় উৎসব শুরু হয়ে যায় বেশকিছুদিন আগে থেকেই। এখন পূজা কমিটি গুলো বিশেষ চিন্তা ভাবনার মধ্যে নিয়ে মণ্ডপ এবং প্রতিমা তৈরী করেন। কলকাতার এই রকমই একটি পূজা কমিটি বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ।
রাখী পূর্ণিমার পূণ্যলগ্নে অভিনেতা ভাস্কর ব্যানার্জী, সাংবাদিক দেবদূত ঘোষ এবং দেবজিত স্যারের উপস্থিতিতে খুঁটি পূজার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু পূজার প্রস্তুতি। এবারের পরিকল্পনায় আদিবাসী শিল্পীদের হাতের কাজ দেখতে পাওয়া যাবে এই মণ্ডপে।
Comments
Post a Comment