লকডাউন মহলে সাহায্যের হাত বাড়াল সুশীল
দ্বীপ মিশ্রি, সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়াঃ অসহায় করুণ। ঠিক মত চলছে না সংসার। আমরা কেউ রিক্সা চালক আবার কেউ মিস্ত্রি ।অসহায়ভাবে দিন কাটছে কামারহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকার দিনমজুরদের। ওয়ার্ডের তৃণমূল কংগ্রসের সভাপতি সুশীল মন্ডল নিজের উদ্যোগে এলাকার মানুষদের দুর্দশায় পাশে এসে দাঁড়াতে তাদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী । প্রায় ৫০০ জন এলাকাবাসীকে ওয়ার্ডের তৃণমূল কর্মীদের প্রয়াসে একটি করে মাস্কও দেওয়া হয়। করোনা সর্তকতা মেনে চলার বিষয়ে বাড়ি গিয়ে গিয়ে এ বিষয়ে লোককে অবগতও করেন তারা। লকডাউন শুরু থেকে সকলের পাশে থাকার এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন।ক্যান্সার চিকিৎসার জন্য সারা বছর যেইভাবে থাকি সেভাবেই লকডাউনের পিরিয়ডেও এলাকাবাসীর পাশে থাকবো। এমনটাই জানালেন সুশীল বাবু l 

কবে যে লকডাউন উঠবে আর বেড়িয়ে পড়বেন আয়ের সন্ধানে । এখন শুধু তারই অপেক্ষায় এই অসহায় দিনমজুরেরা।



Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো