উদ্যোগ উদ্যোগীর উদ্যোগে মিটল আপাত খাদ্য সঙ্কট


নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ সারা বিশ্ব আজ কোভিড-১৯ অথ্যাৎ করোনার কবলে। তার হাত থেকে বাঁচতে একটাই পথ খোলা ঘরবন্দি থাকা। তাই সারা দেশ জুড়ে চলছে লকডাউন । তবে রোজ যাদের কাজে না গেলে আয় নেই তাদের কিভাবে কাটছে দিন? কি খাচ্ছেন তারা? আদেও কি তারা কিছু খাবার পাচ্ছেন? কলকাতার বুকে এরকম বহু মানুষকে রোজ চলতি পথে চোখে পড়তো । আজ তারা বেকার । তাদের নেই কোনো ব্যাঙ্ক ব্যালেন্সও। তাই পেটে গামছা বেঁধেই কাঁটাতে হচ্ছে দিন একপ্রকার বলাই যায় । দক্ষিণেশ্বর চত্বরে এমন অনেক মানুষ রয়েছেন। তাদের এক মুঠো ভাত চাই । সেই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল বেলঘরিয়ার একটি স্বেচ্ছেসেবী সংগঠন। উদ্যোগ উদ্যোগীর উদ্যোগে এবার ওই এলাকার প্রায় ২০০ মানুষ পেল তাদের নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী।তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি, সোয়াবিন আরো অনেক কিছু।প্রত্যেকের হাতে একটি করে মাস্ক এবং সাবানও দেওয়া হয়। নির্দিষ্ট সামাজিক দুরত্ব বজায় রেখেই এলাকার অনাথ বাচ্চাদের মুখে হাসি ফোটালো এই সংগঠনের সদস্যরা। আগামী দিনেও ঘরবন্দি এই অসহায় পথচারীদের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেছে এই সংগঠন । 
নির্দিষ্ট সামাজিক দুরত্ব বজায় রেখেই এলাকার অনাথ বাচ্চাদের মুখে হাসি ফোটালো এই সংগঠনের সদস্যরা । আগামীদিনেও ঘরবন্দি এই অসহায় পথচারীদের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেছে এই সংগঠন । ইতিমধ্যেই সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষ তাদের সাধ্য অনুযায়ী দুস্ত মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং তাদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দিচ্ছেন । তবে দক্ষিণেশ্বর এলাকার এই মানুষগুলো এই রকম সাহায্যের জন্যে অপেক্ষায় বসে থাকেন । তাদের কারোর বাড়িতেই ঠিক মতো জুটছে না খাবার । খাদ্য সঙ্কটের মাঝে উদ্যোগ উদ্যোগীর এই সাহায্যে তারা অত্যন্ত উপকৃত বলে অভিমত প্রকাশ করেছেন।তাদের এই কর্মকান্ডেও এলাকাবাসীরাও সাধুবাদ জানিয়েছেন।মানুষের পাশে থাকার ইচ্ছে নিয়েই এই ভাবে এগোতে চায় এই সংগঠনের সদস্যরা ।তাই তারাও আশাবাদী যে, লকডাউনের মধ্যে এইভাবে আরো মানুষের যাতে খাদ্য সঙ্কট দূর করা যায় তার চেষ্টাতেই এখন আছে। 



Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো