নো‌ মাস্ক নো বাজার 

নিজস্ব প্রতিবেদন, কাঁকুড়গাছিঃ গত কয়েকদিনের মতো আজও কাঁকুড়গাছি বাজারে কাঁকুড়গাছি অভিযান ক্লাবের পক্ষ থেকে  সচেতনতার প্রচার করা হয়। নো‌ মাস্ক নো বাজার | মাস্ক পরে বাজারে কেনাকাটা করুন, বাজারে কোনো ক্রেতা মাস্ক না পড়ে বাজারে এলে তাকে কোনো জিনিস বিক্রি করা যাবে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাজারে কেনাকাটা চলবে,এব্যাপারে বাজারে জনগনকে সচেতনতার বার্তা দেন সংগঠনের সচিব রঞ্জিত দে। এছাড়াও রোজকার মতো খাবার বিতরণ করা হয় ক্লাবের হলঘরে। এছাড়াও আজ সংগঠনের পক্ষ থেকে মাস্ক তৈরি করার সূচনা করা হয় মানুষকে বিতরন করার জন্য। ক্লাব কর্মকর্তা গৌতম সোম চৌধুরী,বিজয় দত্ত,অভিক দাস সোনু উপাধ্যায় সহ অন্যান্যরা এ ব্যাপারে পূর্ণ উদ্যোগও নেন।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো