সারা বিশ্বজুড়ে চলা মহামারী করোনার প্রকোপ কমার লক্ষণ নেই।দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।প্রতিটা দেশে লকডাউনের ফলে বিধ্বস্ত জনজীবন।কর্মহীনতার ফলে মানুষ আজ খাদ্যহীন।এক সামাজিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি।এই বিপর্যয়ের মধ্যেই সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে অন্তত কিছু সময়ের জন্য দুশ্চিন্তার বলিরেখার বদলে স্বস্তির আমেজ আনতে বদ্ধপরিকর কিছু ছেলে মেয়ে।মোহনবাগান ক্লাবের সমর্থক হিসেবে সাধারণের প্রতি দায়িত্বপালনে বদ্ধপরিকর আমরা। তাই এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবার এগিয়ে এল বেলঘড়িয়া মেরিনার্স এবং সবুজ মেরুণ সাথী।
নতুন বছরের প্রথমদিনে ১৮০ জনকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছিল।
জয় মোহনবাগান মন্ত্র সঙ্গে করে আজ আবার ১৫০ জন মানুষের মুখে হাসি ফোটাতে তাদের চাল,ডাল,আলু,সয়াবিন এবং পিঁয়াজ দেওয়া হল।আমাদের কোনো রাজনৈতিক রঙ নেই। মোহনবাগান ধর্মে দীক্ষিত আমরা দলমত নির্বিশেষে সামান্য সামাজিক দায়িত্ব পালন করতে পেরে গর্বিত।আগেও সাধারণ মানুষের পাশে ছিলাম,পরেও থাকব।এই অঙ্গীকার নিয়েই সামনের দিকে এগিয়ে চলতে চলতে সকলের সুস্থতা কামনা করছি।বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মোহনবাগান সমর্থকরা সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করে আমাদের গর্বিত করছেন।ধন্যবাদ সকলকে।সকলে বাড়িতে থাকুন,ভালো থাকুন,সুস্থ থাকুন।
Comments
Post a Comment