দুঃস্থ মানুষদের পাশে আনন্দলোক পরিবার

দেবব্রত রায় চৌধুরী, বেলঘরিয়াঃকরোনা সংক্রমণকে ঠেকাতে কেন্দ্র ও রাজ‍্য সরকারের পক্ষ থেকে লক ডাউন ঘোষণা করা হয়েছে । এই পরিস্থিতিতে দীন দরিদ্র, কর্মহীন মানুষগুলোর পাশে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী  সংগঠনগুলো ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে । কেউ কেউ ব‍্যক্তিগত উদ‍্যোগে এই সব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে । পিছিয়ে নেই বেশ কিছু আবাসনের বাসিন্দারা । এই সব আবাসনে থাকেন অনেক পরিবার । করোনা মোকাবিলায় এই সব পরিবার এক সঙ্গে এক পরিবার  হয়ে  সংঘবদ্ধভাবে দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন । এমনই বেলঘড়িয়ার আনন্দলোক অ্যাপার্টমেন্টের আনন্দলোক পরিবার আজ ৯৩ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল । বেলঘড়িয়া থানার পুলিশ,   কামারহাটি পৌরসভার  পৌরপ্রধান গোপাল সাহা ও স্থানীয় পৌরপিতা  সুব্রত চ‍্যাটার্জী ও আনন্দলোক  পরিবারের পক্ষে সাংবাদিক বিপ্লব চৌধুরী ও আনন্দলোক পরিবারের সদস‍্যদের  উপস্থিতিতে এই কর্মসূচি সূষ্ঠভাবে সম্পন্ন হয় । কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বলেন, করোনাকে হারাতে আমাদের এক সঙ্গে এর বিরুদ্ধে লড়াই । আমরা জিতব । মানুষের জয় হবেই । তিনি, সাধারণ মানুষের কাছে আবেদন জানান, সবাই লক ডাউন মেনে চলুন । সরকারি নির্দেশিকা মেনে চলুন । আনন্দলোক পরিবারের এই উদ‍্যোগ, আরো অনেক আবাসনের পরিবারকে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদী । ২১ নং ওয়ার্ডের পৌরপিতা সুব্রত চ‍্যাটার্জী জানান, তিনি সব সময় মানুষের পাশে থাকেন এবং এই ধরণের উদ‍্যোগ যে কেউ নিলে তিনি সব রকম সাহায‍্যের হাত বাড়িয়ে দেবেন । তারই ওয়ার্ডে আনন্দলোক পরিবারের এই উদ‍্যোগ আরো মানুষকে অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে এগিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে । সাংবাদিক বিপ্লব চৌধুরী জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষ গৃহবন্দী । দিন আনা দিন খাওয়া মানুষগুলোর রুটি-রুজিতে টান পড়েছে । এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে থাকাটা খুব জরুরী ।


Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের