বিবেকানন্দ সেবা সদনের উদ্যোগে সেবা প্রদান
সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়াঃ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণীকে অনুসরণ করে অক্ষয় তৃতীয়ার প্রারম্ভে বেলঘরিয়ার দেশপ্রিয় নগর এলাকার বেশ কিছু দিনমজুরদের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এক মাস ধরে টানা লকডাউন চলার জেরে বহু মানুষ আজ হারিয়েছেন তাদের কর্মসংস্থান। বন্ধ আয়ও। বেলঘরিয়া বিবেকানন্দ সেবা সদন তাদের নিজেদের উদ্যোগে এলাকার প্রায় ১৭৫ জন মানুষদের প্রদান করল চাল ডাল আলু পেঁয়াজ এবং সোয়াবিন। কম পয়সায় যেখানে সুব্যবস্থা থাকে স্বাস্থ্য পরীক্ষার আবার বিনামুল্যে চক্ষু পরীক্ষার ক্ষেত্রেও এই সংস্থা পরিষেবা দেয়। সেখানে এই সঙ্কটময় পরিস্থিতিতে আর্থিক সঙ্কটের শিকার যেই মানুষগুলো তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য বলে জানিয়েছে এই সংস্থার সদস্যরা। নিজেদের সাধ্যমত আগামীদিনেও এলাকার এই দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে থাকার চেষ্টা করবে। এমনটাই অঙ্গীকার করছে এই সংস্থা।
Comments
Post a Comment