*করো না সংকটমোচন এ পথে আবার বামপন্থীরা* 

 মনোজ দাস, বেলঘরিয়া: অতিমারী ক্রমশ করো না থাবা বিস্তার করছে মানব সমাজে।এর থেকে বাঁচতে প্রয়োজন শারীরিক দূরত্ব বজায় রাখা আর যত বেশি সম্ভব ঘরে নিজেকে আবদ্ধ রাখা। এই কাজ সকলেই করছেন কিন্তু এই কাজ করতে গিয়ে আবার বহু মানুষ বিভিন্ন অসুবিধায় পড়ছেন। তাদের পাশে বামপন্থী কর্মীরা সর্বদা দাঁড়াচ্ছেন।যে কোনো প্রয়োজনে মানুষের সমস্যার কথা শুনলেই চেষ্টা চলছে তাদের কাছে পৌঁছে যাবার।পাশাপাশি অঞ্চল কে জীবাণু মুক্ত রাখার প্রয়াস ও মানুষ কে সচেতন করার কাজ চলছে।আজ ২৮ নম্বর ওয়ার্ডের শাল পাতা বাগান অঞ্চলে জীবাণু মুক্ত করার কাজ করলেন বামপন্থী সংগঠন l সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে কেমিক্যাল তৈরি করেনএই কাজে কেমিক্যাল ইঞ্জিনিয়ার তাদের সাহায্য করেছেন ওনাকে তাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।করোনার বিরুদ্ধে লড়াই সকলকে একসাথে লড়তে হবে।জয় মানবতারই হবে। এই দাবি তারা রাখেন l এইভাবে করোনা সংকট মোচনে পথে আবার বামপন্থীরা l


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো