আর্থিক সাহায্যের তাগিদে বেলঘরিয়া বিধান স্মৃতি সংঘের চেক প্রদান
সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়াঃ করোনা মোকাবিলায় গত কয়েক দিন ধরেই  অনবরত চলছে সংগ্রাম । সারা দেশ জুড়ে ইতিমধ্যেই চলছে লকডাউন । তারফলে অধিকাংশ মানুষ প্রায় ঘরবন্দি । প্রয়োজন ছাড়া তেমন কেউই রাস্তায় বেরোতে পারছেন না। তাই কষ্টে সিষ্টে কাটছে দিন দিনমজুরদের। সেই কারণে বহু পরিবারে দেধা যাচ্ছে খাদ্যের সঙ্কট । বাইরে বেরোলেই তাদের উপার্জন। তা না হলে আয়ের ভান্ডার শুন্যই থেকে যায় । আর এখন তো তাদের কোনো আয়ই নেই তাদের। জমানো টকায় কোনো ক্রমে কাটছে দিন। তাদের পাশে এসে দাঁড়াতে রাজ্য সরকার একটি ত্রাণ তহবিল তৈরি করলেন । এই সঙ্কটময় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সাহায্যের জন্যে ইতিমধ্যে বহু রাজ্যবাসী তথা মন্ত্রীমহল থেকে সামর্থ্য অনুযায়ী টাকা প্রদান করা হয়েছে । এবার সেই একই পথ অনুসরণ করল কামারহাটি পৌরসভার একটি ক্লাব প্রতিষ্ঠানও। তাদের সাধ্যমত কিছু অর্থ প্রদান করলেন রাজ্য সরকারের  ত্রাণ তহবিলে । বেলঘরিয়া বিধান স্মৃতি সংঘের সন্মিলিত উদ্যোগে ৬০০০ টাকার একটি চেক পৌরপ্রধান গোপাল সাহার হাতে তুলে দেওয়া হয় ।  এই ক্লাবের সভাপতি তপন সরকার জানান, লকডাউন শুরু হওয়ার পর থেকে এলাকার প্রায় ১০৫টি পরিবারের হাতে তাদের সাধ্যমত খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন । তারা আগামীদিনেও এইভাবে সকলের পাশে থাকার চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন। 

এই ক্লাবের অন্যতম সম্পাদক বিশ্বজিৎ মজুমদারও তার ব্যাক্তিগত প্রচেষ্টায় ১০০০ টাকার একটি চেক কামারহাটির পৌরপ্রধান গোপাল সাহার হাতে তুলে দেন । তিনি আরো বলেন, এরপর তিনি আরো চেষ্টা করবেন যাতে তার পক্ষে থেকে আরো কিছু অর্থ সাহায্য করা যায় । ইতিমধ্যেই কামারহাটি পৌরসভার পক্ষ থেকে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের জন্যে আয়োজিত হল প্রায় এক কোটি টাকা । এতে খুবই গর্বিত বোধ করছেন বলে অভিমত প্রকাশ করেন পৌরপ্রধান গোপাল সাহা ।


Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের