শেষ হল রঙ্গকর্মীর লড়াই
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতাঃ বাংলা থিয়েটার জগতের একজন অন্যতম নির্দেশক তথা অভিনেত্রী উষা গঙ্গোপাধ্যায় আজ সকালে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই তাঁর মৃত্যু ঘটে। ৪৩ বছর ধরে নানা সংগ্রামের মধ্য দিয়ে অর্থ সংকটকে উপেক্ষা করেও কলকাতায় গড়ে তুলেছিলেন তাঁর স্বপ্নের জায়গা । নাম দিলেন রঙ্গকর্মী স্টুডিও থিয়েটার বিনোদিনী কেয়া মঞ্চ । বাংলা ভাষার পাশাপাশি কলকাতাতে হিন্দি নাটকের চর্চা করতেন তিনি। বহু হিন্দি থিয়েটার দলের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন তিনি। বিখ্যাত নাট্যকার তথা পথপ্রদর্শক উষা গাঙ্গুলীর আকস্মিক চলে যাওয়াতে নাট্য জগতে এক বিরাট শোকের ছায়া নেমে এসেছে। উত্তরপ্রদেশের কানপুরে জন্ম তাঁর। ১৯৮০ দশকে সমাজসেবী উষা গাঙ্গুলী কলকাতার হিন্দি থিয়েটার দলে যোগদান করেন। ১৯৭৬ সালে কলকাতায় রঙ্গকর্মী গ্রুপ থিয়েটার প্রতিষ্টা করেন। এরপর মহাভোজ, রুদালি, অর্ন্তযাত্রার মতো একের এক অতুলনীয় নাটক তিনি নিজে পরিচালনা করেছেন। ১৯৯৮ সালে জাতীয় সঙ্গীত, নৃত্য এবং নাট্য একাডেমী থেকে সেরা পরিচালক হিসেবে সঙ্গীত নাট্য একাডেমীক অ্যাওয়ার্ডেও ভূষিত হন। এছাড়াও গুড়িয়া ঘর নাটকে অসাধারণ অভিনয়ের জন্যে তিনি পশ্চিমবঙ্গ সরকার কতৃক শ্রেষ্ট অভিনেতার পুরষ্কারও পান।ও হেনরি – র লেখা THE GIFT OF THE MYAJAI গল্প অবলম্বনে রেডকোর্ট ছবিতেও তিনি ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেন। নতুন নতুন আরো থিয়েটার গড়ার স্বপ্ন নিয়ে অকালে চলে গেলেন তিনি। হঠাৎই শেষ হয়ে গেল রঙ্গকর্মীর লড়াই।    

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের