মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে কংগ্রেসের চিঠি
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতাঃ নোবেল করোনার কবলে হিমশিম খেতে হচ্ছে গোটা বিজ্ঞানমহল তথা চিকিৎসামহলকে। ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৭। মৃতের সংখ্যা বেড়ে ৪। করোনাকে রুখতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন । আর লকডাউনে ঘরবন্দি দিনমজুর রাজ্যবাসীর মুখে সামান্য খাবার তুলে দিতে সক্ষম রাজ্য সরকার।
কখনও বাজারে ঘুরে ঘুরে
তদারকি করছেন। আবার কখনও হাসপাতালে গিয়ে চিকিৎসা ব্যবস্থার দিকে খোঁজ খবর নিচ্ছেন তিনি।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিদ্বন্ধিতা নির্বিশেষে সর্ব দলীয় কর্মীদের
নিয়ে বৈঠক করেন । রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ যারা ঠিকমত খেতে পায় না তাদের পাশে
দাঁড়ানোর ক্ষেত্রেও রাজ্য সরকারের ভুমিকা অপরিসীম।
দক্ষিণ ২৪ পরগণা জেলার
যুব-কংগ্রেসের সাধারণ সম্পাদক আত্মজ্যোতি মিত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কাজে সাধুবাদ জানিয়ে একটি চিঠি লেখেন। ভবানীপুর এলাকার ৭২ নম্বর ওয়ার্ডের পরিস্থিতির
দিকে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি। ইলেকট্রিক বিলের দিকে নজর দেওয়ার জন্যেও আর্জি
জানানো হয় এই চিঠিতে।
Comments
Post a Comment