তদারকিতে ঘুচল ভিড়
সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়াঃ লকডাউনকে উপেক্ষা
করে বেলঘরিয়ার কলোনী বাজারে ফের জমায়েত । অধিকাংশ লোকের মধ্যেই নেই কোনো সামাজিক
দুরত্ব । প্রশাসন উপস্থিত থাকলেও নেই কোনো তৎপরতা। তাই এবার এই অঞ্চলের ভিড়
সামলাতে টানা হল দড়ি । সমস্ত দোকানের সামনে টেনে দেওয়া হয়েছে লক্ষণরেখা। কামারহাটি
পৌরপারিষদ বিমল সাহার তদারকিতে বাজারের সমস্ত দোকানপাঠ ঠিকমত সামাজিক দূরত্ব বজায়
রেখে বসেছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখতে এবার বাজার পরিদর্শনে এলেন বিমল সাহা
নিজেই। অযথা দোকানের ভিড় এড়াতে ক্রেতাদের কড়া শাসনও করেন তিনি। সারা বাজারে ঘুরে ঘুরে
মাইকে করে সচেতনতামূলক প্রচার চালানো হয় ।
Comments
Post a Comment