শেষ রক্ষা হল না
সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়াঃ ফের রাজ্যে করোনা মৃত্যু হল
আরো একজনের । উত্তর ২৪ পরগণা জেলার বেলঘরিয়া রথতলার বাসিন্দা ছিলেন তিনি। নাম সাধন
সাধুকা । ৫৭ বছর বয়সী এই ব্যাক্তি আজ সকাল ৯টা ৩৫ মিনিটে করোনা আক্রান্ত হয়ে বেলঘরিয়ার
জেনিথ নার্সিংহোমে মারা যান । গত ২৬ তারিখে ফুসফুসের সমস্যা নিয়ে জেনিথ হাসপাতালে
ভর্তি হন এই ব্যাক্তি। ক্রমশ শরীরের অবস্থার অবনতি হওয়ার ফলে তাঁকে ICU তে রাখা হয়। তারপর তাঁকে
ভেন্টিলেশনে রাখা হয় । গত ৩০ তারিখ শরীরে নমুনা পরীক্ষার জন্যে রক্ত নেওয়া হলে তার
রিপোর্ট আসে পজেটিভ। আজ সকালে তাঁর মৃত্যুর খবরে এলাকা জুড়ে ছড়িয়েছে এক বিরাট চাঞ্চল্য
।

দুই সন্তানের বাবা বছর ৫৭ সাধন সাধুকা। বড়ো মেয়ে বিবাহিত। পরিবারে সদস্য
বলতে তিনি তাঁর স্ত্রী এবং তাঁর কনিষ্ট কন্যা থাকতেন । পরিবার সুত্রের খবর, এর আগে
বাড়ির কোনো সদস্যের জ্বর-সর্দি কিছু হয়নি। তবে কিভাবে নোবেল করোনা ভাইরাস সাধন সাধুকার
শরীরে থাবা বসালো সেই বিষয়ে উদ্বিগ্ন হাসপাতাল কতৃপক্ষ।
গত ৩০শে মার্চ বেলঘরিয়ার জেনিথ হাসপাতাল কতৃপক্ষ এক সাংবাদিক সন্মেলনে
জানান যে, হাসপাতালে করোনা আক্রান্তদের জন্যে যথেষ্ট ব্যবস্থা করা আছে। ওই
হাসপাতালে সাধন সাধুকাকে ভর্তি করার চারদিন পর করোনা পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা
হয় । এই নিয়ে হাসপাতালের বিরুদ্ধে প্রশ্ন তুলছে তাঁর পরিবারের লোকজন। ভর্তির সময় তাঁর
শরীরের অবস্থা পরীক্ষা করে জানানো হয় যে , তাঁর Pneumonia হয়েছে।
সেই অনুযায়ী ভর্তি হওয়ার পর থেকে চারদিন
ওই হাসপাতালে তাঁর চিকিৎসাও হয়। তাঁরপর ৩১
তারিখ রিপোর্টে জানা যায় , তিনি করোনায় আক্রান্ত। পরিবার সূত্রে , হাসপাতাল কতৃপক্ষের
চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে।
Comments
Post a Comment