“এক মুঠো চাল” নন্দবাবুর প্রয়াস  


সৃঞ্চিণী পোদ্দার, বরাহনগরঃ এক মুঠো চালের আশায় হতাশ হয়ে কাটছে দিন । তবে সেই সঙ্কট দূর করলো নন্দ কিশোর বাবু । লকডাউন শুরু হওয়ার পর থেকে নিজের সাধ্যমত প্রচেষ্টায় বরাহনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী । আইনজীবী নন্দ কিশোর দাসের এই উদ্যোগে এবার পাশে এসে সমাধান এসে দাঁড়াল।

দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে কিছুটা যাতে অসহায় মানুষদের সাহায্য করা যায় সেই জন্যেই সমাধান স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নন্দবাবু বরাহনগর দক্ষিণ পশ্চিম মন্ডলের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের লোকেদের জন্যে নন্দবাবু আয়োজন করলেন কিছু খাদ্য সামগ্রী। সামাজিক দুরত্ব বজায় রেখেই সারাদিন ব্যাপী চলে এই কর্মসূচীর কাজ । এতে খুবই উপকৃত এলাকাবাসীও । কলকাতার বিভিন্ন জায়গায় বসে থেকে ঘরবন্দি অসহায় মানুষদের পরিষেবা দেওয়ার জন্যে ফেসবুকে রয়েছে একটি পেজ । এক মুঠো চাল এই সামাজিক প্রয়াসের মধ্যে দিয়ে খাদ্য সঙ্কট মেটাতে তৈরি আমরা। জানালেন নন্দবাবু । বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছেন তারা ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো